জায়েদ-মিশা আমলে বাতিল ১০৩ শিল্পী ফিরে পাচ্ছেন সদস্যপদ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ হারানো ১৮৪ শিল্পীর মধ্যে ১০৩ জন সদস্যপদ ফিরে পাচ্ছেন। এখন থেকে এই সদস্যরা শিল্পী সমিতির পূর্ণ সদস্য হিসেবে ভোটাধিকারসহ সব সুযোগ-সুবিধা পাবেন।
শিল্পী সমিতির নির্বাচনে জয়ী হলে বাতিল হওয়া শিল্পীদের সদস্যপদ ফিরিয়ে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিল কাঞ্চন-নিপুণ প্যানেল। আদালতের নির্দেশ তো আগেই ছিল।
জায়েদ-মিশা আমলে পদ হারানো রতন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আজ আমাদের ঈদের দিন মনে হচ্ছে। রিয়াজ ভাই কমিটির সদস্য হিসেবে শপথ নিয়েই আমাদের সদস্যপদ ফিরিয়ে দেওয়ার কথা বলেছেন। জায়েদ খান অন্যায়ভাবে আমাদের সদস্যপদ বাতিল করেছিলেন। সেই সদস্যপদ আমরা ফিরে পাচ্ছি।'
চিত্রনায়ক রিয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'যখন অভিনয় শুরু করিনি, তারও আগে থেকে অনেকে শিল্পী সমিতির সদস্য। এমন অনেককে বাদ দেওয়া হয়েছে শুধু ব্যক্তিগত আক্রোশের কারণে। অন্যায়ভাবে তাদের বাদ দেওয়া হয়েছিল। শিল্পীদের হুমকি দেওয়া হতো। আমরা কাঞ্চন-নিপুণের নেতৃত্বে ঘোষণা দিয়েছিলাম, যদি জয়ী হই তবে তাদের পূর্ণ সদস্যপদ ফিরিয়ে দেবো। সেটা করতে পেরে ভালো লাগছে। মনে হচ্ছে একটা গুরুদায়িত্ব শেষ করলাম।'
সম্প্রতি শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্যদের মিটিং শেষে ১০৩ জন শিল্পীর সদস্যপদ সদস্যপদ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।