অনেকদিন পর হলে গিয়ে শিস বাজানো শুনলাম: বাপ্পি

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

ঢাকাই চলচ্চিত্রে ৯ বছর ধরে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। দীর্ঘ বিরতির পর তার অভিনীত শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ মুক্তি পেয়েছে আজ শুক্রবার। মুক্তি পাওয়া ছবি নিয়ে ব্যস্ত সম পার করছেন তিনি। পাশাপাশি চলছে নতুন ছবির শুটিং। মুক্তির অপেক্ষায় রয়েছে একাধিক সিনেমা। এসব বিষয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন বাপ্পি।

প্রায় ২ বছর পর আজ নতুন সিনেমা মুক্তি পেল, কেমন লাগছে?

বাপ্পি: প্রথম সিনেমা মুক্তির সময় যেরকম খুশি হয়েছিলাম, তেমনই লাগছে। যেকোনো নতুন সিনেমা মুক্তি পাওয়ার পর প্রথম সিনেমা মুক্তির মতোই লাগে। এটা আসলে বলে বোঝানো কঠিন। কি যে আনন্দ লাগে! কেবলই মনে হয়, সিনেমার জন্যই আমি। প্রতিটি নতুন সিনেমায় নতুন আমাকে খুঁজে পাই।

আজকের দিনটি কীভাবে কাটছে?

বাপ্পি: সকাল থেকে ব্যস্ততার মধ্যে কাটছে। সকালে মর্নিং শো দেখতে গিয়েছিলাম মধুমিতায়। সকালের শো হলেও ভালো দর্শক ছিল। অনেকদিন পর হলে গিয়ে দর্শকদের শিস বাজানো শুনতে পেলাম। দারুণ এনজয় করেছি বিষয়টি। বিকেলে যাব সনি সিনেমা হলে। কয়েক দিন হলে হলে কাটবে।

২৫টি হলে সিনেমাটি মুক্তি পেয়েছে। আশা করছি হল সংখ্যা আরও বাড়বে। কদিন পর ভালোবাসা দিবস। ওই দিন প্রচুর দর্শক পাব আশা করছি।

এই সিনেমা মুক্তির পর কার কথা বেশি মনে পড়ছে?

বাপ্পি: সত্যি কথা বলতে অভিনেতা সাদেক বাচ্চুর কথা বেশি মনে পড়ছে সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত হওয়ার পর থেকে। তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। পর্দায় তিনি আমার শ্বশুর। শ্বশুরকে ছাড়া শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ মুক্তি পেল। কষ্ট লাগছে। তার কথা খুব মনে পড়ছে। আমি বিশ্বাস করি দূর থেকে তিনি আশীর্বাদ করছেন আমাদের সবার জন্য।

২০২২ সালে নতুন সিনেমার শুটিং কেমন চলছে?

বাপ্পি: বেশ ভালো চলছে। কিছুদিন আগে গাজীপুর ও নেত্রকোনা জেলার বিরিশিরিতে শুটিং করেছি নতুন সিনেমা কুস্তিগিরিরের। সুন্দর লোকেশনে শুটিং হয়েছে। এই সিনেমায় আমাকে কুস্তিগীর হিসেবে দেখতে পাবেন দর্শকরা। আমার বিপরীতে আছেন জাহারা মিতু। পরিচালনা করছেন শাহীন সুমন।

'জয় বাংলা' নামে একটি সিনেমা করছেন?

বাপ্পি: 'জয় বাংলা' সিনেমাটি পরিচালনা করছেন কাজী হায়াৎ। অধ্যাপক মুনতাসীর মামুন স্যারের বই থেকে সিনেমার গল্প নেওয়া হয়েছে। একেবারেই ইতিহাসভিত্তিক একটি সিনেমা। তার ওপর আছেন কাজী হায়াতের মতো বিখ্যাত পরিচালক।

এই সিনেমায়ও আমার বিপরীতে আছেন জাহারা মিতু। এই সিনেমাটি একটি বড় ঘটনা হয়ে থাকবে। আমার ক্যারিয়ারের জন্যেও বড় কিছু। 'জয় বাংলা' সিনেমা আমার ক্যারিয়ারকে প্লাস করবে। এই সিনেমার শুটিংও শুরু করেছি।

৯ বছরের ক্যারিয়ারে আপনার প্রাপ্তি?

বাপ্পি: প্রাপ্তি অনেক। আজকে সারাদেশের মানুষ আমাকে সিনেমার নায়ক হিসেবে চেনেন, ভালোবাসেন। যেখানেই যাই শিল্পী হিসেবে আলাদা ভালোবাসা পাই। কত মানুষ আমাকে ভালোবাসেন। এসবই আমার জীবনের প্রাপ্তি। শিল্পী হওয়ার জন্যও বাড়তি ভালোবাসা পাই। আমার ৯ বছরের ক্যারিয়ারে এসবই প্রাপ্তি।