অপু বিশ্বাস-জায়েদ খান জুটি, থাকছেন ঋতুপর্ণাও
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাসের সঙ্গে জুটি গড়তে যাচ্ছেন জায়েদ খান। এই জুটির সঙ্গে থাকবেন ভারতীয় চলচ্চিত্র তারকা ঋতুপর্ণা।
‘জখম’ নামের এই সিনেমাটি পরিচালনা করবেন অপূর্ব রানা এবং শাপলা মিডিয়ার ব্যানারে তা প্রযোজনা করবেন সেলিম খান।
সম্প্রতি ‘জখম’ তৈরির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। এরই মধ্যে শিল্পীদের সঙ্গে চুক্তি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার পরিচালক অপূর্ব রানা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘এটি একটি থ্রিলার অ্যাকশনধর্মী সিনেমা হবে।’
অপু বিশ্বাস ডেইলি স্টারকে বলেন, ‘সিনেমাটির গল্প আমাকে বেশ টেনেছে। এ রকম ভিন্ন-ধারার গল্প নিয়ে কাজ করলে হলে দর্শক টানা সম্ভব।
জায়েদ খান ডেইলি স্টারকে বলেন, ‘আমাকে “জখম” সিনেমায় তিনটি লুকে দেখা যাবে। চুক্তিবদ্ধ হওয়ার পর থেকে আমার চরিত্র নিয়ে প্রস্তুতি শুরু করেছি।’
প্রযোজনা প্রতিষ্ঠানটি ডেইলি স্টারকে জানিয়েছে করোনার সংক্রমণ কমে গেলেই ‘জখম’র শুটিং শুরু হবে।