অভিনয়ের সঙ্গেই আমার প্রেম: তমা মির্জা

By স্টার অনলাইন রিপোর্ট

নদীজন সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তমা মির্জা। মুক্তির অপেক্ষায় আছে আনন্দী ও ফ্রম বাংলাদেশ নামের ২টি সিনেমা। সম্প্রতি ওটিটিতে মুক্তি পেয়েছে খাঁচার ভিতর অচিন পাখি। সিনেমার বাইরে উপস্থাপনাও করেন তিনি।

সার্বিক বিষয় নিয়ে দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তমা মির্জা।

ওটিটিতে সম্প্রতি মুক্তি পাওয়া খাঁচার ভিতর অচিন পাখি সিনেমাটি নিয়ে কিছু বলুন?

খাঁচার ভিতর অচিন পাখি একটি দুর্দান্ত গল্পের সিনেমা। গল্পই এই সিনেমার মূল শক্তি। পাশাপাশি অভিনয় তো আছেই। পাখি চরিত্রে অভিনয় করেছি আমি। পাখি মফস্বলের মেয়ে। একটি ফ্যাক্টরিতে কাজ করেন। একসময় সেখানে আটকা পড়েন। তারপরের সংগ্রাম দেখানো হয়েছে। এটি আমার জন্য খুবই চ্যালেঞ্জিং চরিত্র। অনেক প্রস্তুতি নিয়ে কাজ করেছি। কাজ করতে গিয়ে লুক চেঞ্জ করতে হয়েছে। অনেক প্রস্তুতি নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে। এটি আমার জন্য ভালো একটি কাজ। মানুষ অনেকদিন মনে রাখবে এই কাজটি।

গ্ল্যামারাস সিনেমা থেকে বের হয়ে নদীজন, খাঁচার ভিতর অচিন পাখি সিনেমায় ননগ্ল্যামারাস চরিত্রে কাজ করছেন, আপনার এখনকার চাওয়াটা কী?

অভিনয় করার সুযোগ আছে, চ্যালেঞ্জ নেওয়া যায়, চ্যালেঞ্জিং কাজ মনে হবে সবার কাছে-এটাই চাওয়া সিনেমা নিয়ে। শুরুতে গ্ল্যামারাস চরিত্রে কাজ করেছি। এখন গল্পের মধ্যে ও চরিত্রের মধ্যে ডুবে যেতে চাই। মানুষ বহু বছর মনে রাখবে এমন কাজ করতে চাই। গতানুগতিক ধারার বাইরে কিছু কাজ করতে চাই। নদীজন তেমন একটি কাজ ছিল। যা আমাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দিয়েছে। এখনো যেখানেই যাই নদীজন সিনেমার কথা এবং আমার চরিত্রের কথা সবাই বলেন। এটা আমার জন্য বড় পাওয়া।

toma_mirza_2.jpg
তমা মির্জা। ছবি: শেখ মেহেদী মোরশেদ

আনন্দী নামের একটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সেটি নিয়ে কিছু বলবেন কি?

আনন্দী সিনেমাটিও গল্প প্রধান। ওই কাজটিও খুব চ্যালেঞ্জিং। দৌলতদিয়া যৌনপল্লীতে শুটিং করেছি। অনেক অভিজ্ঞতা হয়েছে। যৌনপল্লীর শিশুদের জীবনের গল্প উঠে এসেছে আনন্দীতে। আমি শিশুদের শিক্ষক। অনেক কিছু শিখেছি আনন্দী করতে গিয়ে। এখন মুক্তির অপেক্ষায় আছে।

দর্শকরা হলে যায় না-এটা নিয়ে কখনও ভেবেছেন ঢাকাই সিনেমার নায়িকা হিসেবে?

অবশ্যই ভেবেছি। এখনো ভাবি। চলচ্চিত্র শিল্পের একজন আমি। চলচ্চিত্রকে ভালোবাসি। না ভাবলে কি হবে? খুব করে চাই দর্শকরা হলে গিয়ে সিনেমা দেখুক। আমরা কার জন্য কাজ করছি? দর্শকদের জন্যই তো। দর্শকরা যদি হলে গিয়ে সিনেমা দেখেন তাহলে হল মালিকরা ভালো থাকবেন। সিনেমা শিল্পটাও ভালো থাকবে। আমরা যারা অভিনয় করি, তারাও ভালো থাকবো।

আপনি তো উপস্থাপনাও করেন, নতুন কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করছেন কি?

উপস্থাপনা করি শখের বশে। আপাতত করছি না। করোনা শুরু হওয়ার আগে করেছিলাম। এখনও অফার পাচ্ছি। একটু সময় নিয়ে উপস্থাপনা করতে চাই। আপাতত সিনেমাই করতে চাই।

আপনার এখনকার প্রেম কার সঙ্গে?

অভিনয়ের সঙ্গেই আমার প্রেম। অভিনয়টাই মন দিয়ে করতে চাই। অভিনয়ই আমার প্রেম-ভালোবাসা।