অভিনয় শিল্পীদের কল্যাণে কাজ করব: আহসান হাবিব নাসিম

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

টেলিভিশন নাটকের সবচেয়ে বড় সংগঠন অভিনয় শিল্পী সংঘের নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি হিসেবে জয়ী হয়েছেন গত দু'বারের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। জয়ী হওয়ার পর দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন তিনি।

অভিনন্দন...

ধন্যবাদ। আমার এই বিজয় টেলিভিশন নাটকের সকল শিল্পীর বিজয়। শিল্পীরা ভালোবেসে আমাকে ভোট দিয়েছেন। নাটকের সব শিল্পীর প্রতি আমার ভালোবাসা ও কৃতজ্ঞতা। আমি দুই দশকেরও বেশি সময় ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত। অভিনয় শিল্পী সংঘের সঙ্গেও অনেক বছর ধরে যুক্ত। গত দুই কমিটিতে সবার ভালোবাসা নিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছিলাম। এবার তারা আমাকে সভাপতি পদে ভোট দিয়ে জয়ী করেছেন। শিল্পীদের এই ভালোবাসার নিয়ে সারাজীবন থাকতে চাই।

দু'বার সাধারণ সম্পাদক পদে ছিলেন, শিল্পীদের জন্য কতটা কাজ করতে পেরেছেন?

আমাদের ভিশন ছিল পেশাদারিত্বের সংকট দূর করা। সুস্থ কর্ম পরিবেশ তৈরি করা। শৃঙ্খলিতভাবে কাজ করা। শিল্পীদের নিরাপত্তা দিতে পারাটাও বড় বিষয় ছিল। সেসব আমরা অনেকটাই পেরেছি। আমাদের শিল্পীরা অভিনয় করতে আসেন। একসময় অভিনয় থেকে দূরে সরে যান। অনেক সমস্যার মুখোমুখি হন তখন। আমরা কল্যাণ ট্রাস্টের সঙ্গে যুক্ত হয়েছি। এই ট্রাস্টের মাধ্যমে সুবিধাগুলো বের করা আনা আমাদের কাজ। গত মেয়াদে এটি আমাদের বড় অর্জন।

অভিনয় শিল্পীদের কল্যাণে কী করতে চান?

শিল্পীদের মধ্যে জেনারেশন গ্যাপ আছে। তা দূর করতে চাই। সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের অনেক গ্যাপ। অন্তত ৩ মাস পর পর একটা অনুষ্ঠান করে মত বিনিময়ের মাধ্যমে সেই দূরত্ব বা গ্যাপ দূর করতে চাই। সেমিনার করতে চাই। প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই। সব শিল্পীদের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে চাই। আমি অভিনয় শিল্পীদের কল্যাণে কাজ করব।