আইসিইউ থেকে কেবিনে চিত্রনায়ক নাঈম
চিত্রনায়ক নাঈম। ছবি: সংগৃহীত
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈমকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
আজ শুক্রবার দুপুর ১২ টায় তাকে কেবিনে নেওয়া হয়।
নাঈমের স্ত্রী ও নব্বই দশকের সাড়া জাগানো অভিনেত্রী শাবনাজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ৬ নভেম্বর নাঈমের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে।
শাবনাজ বলেন, 'নাঈম ভালো আছেন। দেশবাসির কাছে দোয়া প্রত্যাশা করছি। সবার দোয়া ও ভালোবাসায় যেনো তিনি দীর্ঘজীবন পান।'
খ্যাতিমান পরিচালক এহতেশাম পরিচালিত 'চাঁদনী' সিনেমার মাধ্যমে ১৯৯১ সালে নাঈমের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়।