আগস্টে আসছে ‘গেম অব থ্রোনসে’র প্রিকুয়েল ‘হাউস অব দ্য ড্রাগন’

By স্টার অনলাইন রিপোর্ট

আগামী ২১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিরিজ 'গেম অব থ্রোনস' এর প্রিকুয়েল 'হাউস অব দ্য ড্রাগন'। 

গতকাল বুধবার প্রযোজনা প্রতিষ্ঠান এইচবিও 'হাউস অব দ্য ড্রাগন' মুক্তির তারিখ ঘোষণা করে। 

বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জাগানো সিরিজ 'গেম অব থ্রোনস' এর ২০০ বছরের আগের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে 'হাউস অব দ্য ড্রাগন'। 

এইচবিও জানায়, সিরিজটিতে মূলত টারগারিয়ান সিংহাসন পতনের ২০০ বছরের গল্প তুলে ধরা হবে। নতুন ১০ পর্বের সিরিজটি জর্জ আরআর মার্টিনের বই 'ফায়ার অ্যান্ড ব্লাড' এর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।

এর আগে ২০১৯  সালে ৮ পর্ব নিয়ে সম্প্রচারিত হয়েছিল 'গেম অব থ্রোনস' এর শেষ সিজন। জনপ্রিয় এই সিরিজের বহুল প্রত্যাশিত শেষ সিজনটি নিয়ে অনেক দর্শকই সেসময় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনায় মেতেছিলেন। এরপর সে বছরই 'হাউস অব দ্য ড্রাগন' নির্মাণের ঘোষণা দেয় এইচবিও। 

এইচবিও প্রকাশিত ছবি থেকে জানা গেছে, নতুন এই সিরিজে প্যাডি কনসিডাইনকে রাজা ভিসারিস টারগারিয়ান চরিত্রে এবং ম্যাট স্মিথকে ভিসারিসের ছোট ভাই প্রিন্স ডেমন টারগারিয়ানের চরিত্রে দেখা যাবে। এছাড়া 'হ্যান্ড অব দ্য কিং' অটো হাইটাওয়ার চরিত্রে রাইস ইফানস এবং তার মেয়ের চরিত্রে অভিনয় করেছেন অলিভিয়া কুক। পাশাপাশি রাজকুমারী রাহেনাইরা টারগারিয়ান চরিত্রে এমা ডি'আর্সিকে এবং লর্ড কর্লিস ভেলারিয়নের ভূমিকায় স্টিভ টোসাইন্টকে দেখা যাবে।