আগামীকাল থেকে নুহাশের হরর সিরিজ

By স্টার অনলাইন রিপোর্ট

হরর ঘরোনার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে অরিজিনাল অ্যান্থলজি সিরিজ 'ষ'। মানুষের মুখে প্রচলিত কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমানকে আবহে তৈরি হয়েছে সিরিজটি। প্রথম এপিসোড 'এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ' আগামীকাল রাত ১০টা ৫৯ মিনিটে চরকির পর্দায় দেখা যাবে। নুহাশ হুমায়ূন পরিচালিত প্রথম ওয়েব সিরিজ এটি।

'এই বিল্ডিংয়ে মেয়ে নিষেধ' সিরিজের মূল ভূমিকায় দেখা যাবে সোহেল মণ্ডল ও শিরিন আক্তার শিলাকে।

সোহেল মণ্ডল বলেন, 'এমন হরর কনটেন্টে কাজ করতে হলে পুরা টিম মানে কাস্ট এন্ড ক্রু সবাইকেই পরিশ্রম করতে হয়। ভৌতিক কনটেন্ট প্রেজেন্টের ক্ষেত্রে যে মেকআপ, গেটাপ নেয়াটাও বেশ কষ্টসাধ্য। নুহাশ তো সবসময় ইন্টারেস্টিং কাজ করতে চায়। সব মিলিয়ে আমরা প্রচণ্ড মজা নিয়ে কাজ করেছি। তবে, কষ্টও করতে হয়েছে।'

পরিচালক নুহাশ হুমায়ূন বলেন, 'কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জিন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে এক স্ক্রিনে আনার সময় এসেছে। পেটকাটা 'ষ'তে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুনভাবে উপস্থাপন করেছি।'