আটলান্টায় মা-বোনের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন মৌসুমী
৯০-এর দশকে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় জনপ্রিয় অভিনয় শিল্পী মৌসুমীর। প্রথম সিনেমা 'কেয়ামত থেকে কেয়ামত'। এরপর 'দোলা', 'অন্তরে অন্তরে', 'দেনমোহর' ও 'স্নেহ' চলচ্চিত্রে অভিনয় করে পরিচিতি ও তারকা খ্যাতি লাভ করেন। এখন পর্যন্ত তিনি অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে।
আজ ৩ নভেম্বর মৌসুমীর জন্মদিন। মেয়েকে নিয়ে কিছুদিন আগে তিনি ছুটি কাটাতে আমেরিকায় গেছেন। দুই সপ্তাহ সানফ্রান্সিসকোতে কাটানোর পর এখন আছেন আটলান্টায় ছোট বোন চলচ্চিত্র নায়িকা ইরিনের বাসায়। ইরিন অনেকদিন হলো স্থায়ী হয়েছেন আমেরিকায়। মৌসুমীর মা সেখানে থাকেন। এবারের জন্মদিন তিনি মা ও ছোট বোনের সঙ্গে কাটাবেন।
মৌসুমী দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে বলেন, 'জন্মদিন এলে মানুষের ভালোবাসার প্রকাশ বেশি করে ঘটে। মানুষ আমাকে কতটা ভালোবাসে তা বুঝতে পারি। মানুষের ভালোবাসা নিয়েই একটি জীবন পাড়ি দিতে চাই।'
তিনি আরও বলেন, 'জন্মদিনে দেশকে মিস করছি। সানীকে মিস করছি। পুত্র ও পুত্রবধূকে মিস করছি। ওরা দেশে আছে। মেয়েকে নিয়ে আমি আমিরেকায়।'
'জন্মদিনের কেক কাটা হবে মাকে নিয়ে, এটাও স্মরণীয় হয়ে থাকবে। কেন না, মার সঙ্গে অনেক দিন পর দেখা। কোভিডের কারণে চাইলেও দেখা করতে আসতে পারিনি। মাকে পেয়ে সত্যি আপ্লুত', যোগ করেন মৌসুমী।
অভিনয় জীবনে ৩ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মৌসুমী। জাতীয় পুরস্কার পাওয়া ৩টি সিনেমা হচ্ছে- 'মেঘলা আকাশ', 'তারকাটা' ও 'দেবদাস'। এ ছাড়া, ৬ বার পেয়েছেন বাচসাস পুরস্কার। পাশাপাশি আরও অনেক পুরস্কার তিনি পেয়েছেন।
মৌসুমী বলেন, 'অনেক পুরস্কার আমার অভিনয় ক্যারিয়ারে যুক্ত হয়েছে। তবে, মানুষের ভালোবাসা বড় পুরস্কার।'
অভিনয় ছাড়া একটি সিনেমাও পরিচালনা করেছেন মৌসুমী। দুই যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। তার পরিচালিত সিনেমার নাম 'কখনো মেঘ কখনো বৃষ্টি'।
সিনেমায় অভিনয় ছাড়াও বেশ কিছু নাটকেও অভিনয় ও মডেলিংও করেছেন মৌসুমী। নাম লিখিয়েছেন উপস্থাপনায়ও। সর্বশেষ এক মাস আগেও এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন।
এ ছাড়া, তিনি গড়ে তুলেছেন সেবামূলক প্রতিষ্ঠান 'মৌসুমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন'। অসহায় মানুষদের জন্য কাজ করেন এই ফাউন্ডেশনের ব্যানারে। তিনি বলেন, 'আগে থেকেই ইচ্ছে ছিল মানুষের জন্য কিছু করব। আমার সাধ্যমতো কাজটি করি।'
ইউনিসেফের শুভেচ্ছা দূত হয়েছিলেন তিনি। এ বিষয়ে বলেন, 'আমার বাবার অসহায় মানুষের জন্য কাজ করার ইচ্ছে ছিল। সেই চাওয়া থেকেই আমিও কাজ করি। ইউনিফের শুভেচ্ছা দূত হওয়াটা আমার জন্য সম্মানের ছিল।'
সম্প্রতি শেষ হয়েছে তার ৩টি চলচ্চিত্রের শুটিং। একটির নাম 'ভাঙন'। পরিচালনা করছেন মীর্জা সাখাওয়াত হোসেন। আরেকটি সিনেমার নাম 'সোনার চর'। পরিচালনা করছেন জাহিদ হোসেন। অন্য চলচ্চিত্রটির নাম 'দেশান্তর'। এটি পরিচালনা করছেন আশুতোষ সুজন। তিনিটি সিনেমাই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
দেশে ফিরেই সিনেমা তিনটির ডাবিং শুরু করবেন মৌসুমী। এ বিষয়ে দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুটিং শেষ হলেও ডাবিং শেষ করিনি। ফেরার পরই শুরু করব।'