আফসানা মিমির ওয়েব যাত্রা

By স্টার অনলাইন রিপোর্ট

অভিনেত্রী আফসানা মিমি প্রথমবারের মতো অভিনয় করেছেন ৬ পর্বের একটি ওয়েব সিরিজে। 'নিখোঁজ' নামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করেছে রিহান রহমান।

আগামী ১৭ মার্চ থেকে 'নিখোঁজ' দেখা যাবে দেশি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

পরিচালক রিহান রহমান বলেন, 'চরকিতে কাজ করে আমার অন্যরকম একটা অভিজ্ঞতা হয়েছে। আশা করি দর্শকদের কাছে আমাদের এই ভিন্ন গল্প বলার চেষ্টাটা ভালো লাগবে।'

ওয়েব সিরিজটির গল্পে দেখা যাবে একটি ছিমছাম ছুটির দিনে ফারুক আহমেদ তার পরিবারের সঙ্গে দুপুরে খেতে বসেছেন। ঠিক তখন ঘটে এমন এক ঘটনা যা তাদের জীবনকে একদম বদলে দেয়। একদল অচেনা মানুষ পুলিশের পরিচয়ে বাড়িতে ঢুকে ধরে নিয়ে যায় ফারুক আহমেদকে। হতবাক হয়ে যায় তার পুরো পরিবার ও প্রতিবেশীরা।

ফ্যামিলি ড্রামা ও থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হয়েছে ওয়েব সিরিজ 'নিখোঁজ'।

এই সিরিজে আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, ইন্তেখাব দিনার, অর্চিতা স্পর্শিয়া, শ্যামল মাওলা, খায়রুল বাসার, শিল্পী সরকার অপু, দীপান্বিতা মার্টিনসহ অনেকেই।