আলমগীর ভালো আছেন, সুস্থ আছেন: রুনা লায়লা
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। তবে, এমন গুজব প্রকাশে অসন্তুষ্ট আলমগীরের পরিবার।
তার স্ত্রী প্রখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লা আজ শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ধরণের গুজবে আমরা মর্মাহত। কে কা কারা এমন গুজব রটায় জানি না। এটি খুবই অস্বস্তির এবং দুঃখজনক। নায়ক আলমগীর ভালো আছেন, সুস্থ আছেন। তিনি বাসাতেই আছেন।'
এদিকে নায়ক আলমগীরের মেয়ে সংগীত শিল্পী আঁখি আলমগীর এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'আব্বু সুস্থ আছেন, ভালো আছেন। দয়া করে অমানুষের মতো গুজব ছড়াবেন না। আপনারও কোনো বাবা মায়ের সন্তান। এত ঘৃণ্য কাজ কীভাবে করতে পারেন?'
আঁখি আলমগীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'আব্বু ভালো আছেন। আলহামদুল্লিলাহ। সবাই দোয়া করবেন।'
১৯৭৩ সালে 'আমার জন্মভূমি' সিনেমা দিয়ে ঢাকাই সিনেমায় পথচলা শুরু হয় আলমগীরের। সিনেমার শিল্পীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। চলচ্চিত্র পরিচালক হিসেবেও সফল এই অভিনেতা।