‘আলী যাকের সম্মাননা পদক’ প্রবর্তন

By স্টার অনলাইন রিপোর্ট

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের প্রতি সম্মান জানিয়ে প্রথমবারের মতো দেওয়া হচ্ছে 'আলী যাকের সম্মাননা পদক'।

আগামী ১২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাড়ে ৬টায় এই পদক দেওয়া হবে।

পদক বিতরণ ছাড়াও ওই দিন নাচ, গান, কবিতা আবৃতি ও স্মৃতিচারণের আয়োজন করা হবে। গুণী শিল্পী আলী যাকেরের প্রতি শ্রদ্ধা জানাতে আগন্তক রেপারটরি এই আয়োজন করেছে।

আগন্তক রেপারটরির সদস্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শতাব্দী ওয়াদুদ গতকাল সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ দেশের মঞ্চ ও টেলিভিশন নাটকে আলী যাকের অসামান্য অবদান রেখে গেছেন। দেশের সাংস্কৃতিক অঙ্গনে তিনি সর্বজন শ্রদ্ধেয়। তার কর্ম ও জীবনের প্রতি শ্রদ্ধা জানাতে এই আয়োজন করা হচ্ছে।'

আলী যাকের ২০২০ সালের ২৭ নভেম্বর ইহলোক ত্যাগ করেন। অভিনয় কলায় অবদানের জন্যে তিনি পেয়েছেন 'একুশে পদক', 'মুনীর চৌধুরী পদক', 'বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার' সহ নানা পুরস্কার।