আলোচিত সিনেমা ‘আরআরআর’ মুক্তিতে ৭ দিনের প্রচারণা
আগামী ২৫ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছ তেলেগুর বহুল আলোচিত সিনেমা 'আরআরআর'। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি মুক্তির আগে সাতদিনে নয়টি শহরে প্রচারণা করছেন সিনেমার পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীরা।
ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার একটি ভিডিও প্রচার হয়েছে। সেখান থেকে জানা যায়, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, বরোদা, দিল্লি, অমৃতসর, জয়পুর, কলকাতা ও বারাণসী থেকে দুবাই পর্যন্ত নির্মাতা ও অভিনেতা-অভিনেত্রীরা সিনেমাটির প্রচারণা চালাবেন। গতকাল শুক্রবার ১৮ মার্চ থেকে শুরু হওয়া এই প্রচারণা চলবে আগামী ২২ মার্চ পর্যন্ত।
সিনেমাটিতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর। বলিউডের অজয় দেবগন ও আলিয়া ভাটকেও দেখা যাবে এই ছবিতে।
তেলেগু ভাষার সিনেমাটি ডিভিভি এন্টারটেইনমেন্টের ডিভিভি দানাইয়া প্রযোজনা করেছেন।