ইউরোপিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অমিতাভ রেজার ‘রিকশাগার্ল’
বাংলাদেশি চলচ্চিত্রকার অমিতাভ রেজার চলচ্চিত্র 'রিকশাগার্ল' প্যারিসের দ্য ইউরোপিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের অনলাইন এডিশনে প্রদর্শিত হবে।
ফেস্টিভ্যালের ওয়েবসাইটের তথ্য অনুসারে, এটি প্রদর্শিত হবে আগামীকাল ১০ এপ্রিল।
চমকপ্রদ বিষয় হচ্ছে, ফেস্টিভ্যালটির বাংলাদেশি সংস্করণ খোলা হবে খুব শিগগির। এর দায়িত্বে থাকবে ইন্টারন্যাশনাল একাডেমি অফ ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম)। আইএএফএমের প্রাক্তনী হিসেবেই অমিতাভ রেজার এই চলচ্চিত্রটির স্পেশাল স্ক্রিনিং হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির এক্সকিউটিভ ডিরেক্টর বিবেশ রায়।
আইএফএমের প্রেস কো-অর্ডিনেটর ও চলচ্চিত্রকার অনার্য মুর্শিদ জানান, ইউরোপিয়ান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০০৬ সাল থেকে চলছে। সারাবিশ্বের ইন্ডি-ফিল্মমেকারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি।
'এই উৎসবে বাংলাদেশের কোনো ছবি এবারই প্রথমবার প্রদর্শিত হচ্ছে। তাই এটি বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য গৌরবের', যোগ করেন তিনি।
আইএফএমের যে কোনো সাবেক সদস্য এন্ট্রি ফি ছাড়াই এই ফেস্টিভ্যালে নির্দিষ্ট সংখ্যক চলচ্চিত্র জমা দিতে পারবেন বলে জানান অনার্য মুর্শিদ।