‘ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়ার পরিণতির গল্প’
মোশাররফ করিম অভিনীত আবু হায়াত মাহমুদ পরিচালিত 'দ্য ব্রোকার' নাটকটি ভারতীয় ওটিটি প্লাটফর্ম জি ফাইভে আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে।
নাটকের প্রধান ২ চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নাজিয়া হক অর্ষা।
এক সংবাদ বিজ্ঞপ্তি মাধ্যমে জি ফাইভ এ তথ্য জানিয়েছে।
নাটকের গল্পে দেখা যাবে এক ব্রোকারের মেয়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। সন্তানের অসুখ লোকটির জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এমন অবস্থায় সৃষ্টি হয় নৈতিকতার সংকট।
অভিনেতা মোশাররফ করিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখানে যেভাবে গল্পটি তুলে ধরা হয়েছে তাতে অভিনয় করে আমি মুগ্ধ। এই নাটকে মূলত এক ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত নেওয়া এবং এর পরিণতি ভোগ করার গল্প রয়েছে।'
পরিচালক আবু হায়াত মাহমুদ ডেইলি স্টারকে বলেন, 'ওটিটির কাজগুলো একটু আলাদা যত্ন নিয়ে করতে হয়। আন্তর্জাতিক-মানের প্লাটফর্মগুলো অনেক পেশাদার। তাদের সঙ্গে তাল মিলিয়ে কাজটি করার চেষ্টা করেছি। আশা করি, সবার ভালো লাগবে।'