ইমন-রেহনুমার 'লকডাউন লাভ স্টোরি’

By স্টার অনলাইন রিপোর্ট

করোনা মহামারির সময় মানুষের জীবন ও লকডাউনের গল্প নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র 'লকডাউন লাভ স্টোরি'। শাহ আলম মণ্ডল পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। তার বিপরীতে আছেন রেহনুমা মোস্তফা।

সিনেমাটি একটি ওটিটি প্লাটফর্ম ও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

img-20220219-wa0021.jpg
ছবি: সংগৃহীত

পরিচালক শাহ আলম মন্ডল বলেন, 'সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনাভাইরাসের জন্য আমাদের জীবনে লকডাউনের যে প্রভাব, তার চিত্র ফুটে উঠেছে সিনেমায়। এই ঘরবন্দী সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিলো সে গল্পও উঠে এসেছে। সিনেমাটি প্রিমিয়ার শো শেষে সবার প্রশংসা পেয়েছে। এর গল্প দর্শকের মন ভরাবে বলে আশা করছি।'

ইমন দ্য ডেইলি স্টারকে বলেন, 'একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে লকডাউন লাভ স্টোরি। এই সিনেমাটার শুটিং লকডাউনের মধ্যে হয়েছে। অনেক যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন পরিচালক। আমার বিশ্বাস এই সিনেমার গল্প, চিত্রনাট্য দর্শকের ভালো লাগবে।'