ঈদে রাজ্জাক-কবরীর ‘ময়নামতি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার
কিংবদন্তী অভিনেতা নায়ক রাজ রাজ্জাক ও অভিনেত্রী কবরী অভিনীত কালজয়ী চলচ্চিত্র ‘ময়নামতি’ দেখা যাবে টেলিভিশন পর্দায়।
ঈদের ষষ্ঠ দিন সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় প্রখ্যাত নির্মাতা কাজী জহির পরিচালিত সিনেমাটির ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হবে।
সত্তর দশকের আলোচিত ‘ময়নামতি’ সিনেমাটি বড় পর্দায় মুক্তির পর দুষ্প্রাপ্য হয়ে উঠেছিল এর প্রিন্ট। সিনেমার কোনো পোস্টার কোথাও খুঁজে পাওয়া যেতো না। সিনেমার কয়েকটা গানের অংশবিশেষ ইউটিউবে পাওয়া গেলেও তার অবস্থা ভালো ছিল না।
রাজ্জাক-কবরী জুটির ‘ময়নামতি’ সিনেমার সন্ধান করেছেন অনেকেই। কবরীর সঙ্গে রাজ্জাকের জুটি গড়ে উঠেছিল এই সিনেমার মাধ্যমেই।
অবশেষে সিনেমাটির সন্ধান করে প্রিমিয়ার করছে চ্যানেল আই। সিনেমাটির ৩৫টি রিলের প্রিন্ট উদ্ধার করে মাদ্রাজ থেকে কারেকশন করা হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছে চ্যানেল আই কর্তৃপক্ষ।
‘ময়নামতি’ ছাড়াও ঈদে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে গার্মেন্টস শ্রমিক জিন্দাবাদ, নবাব এল.এল.বি, গোর, কসাই, আন্ডারকনস্ট্রাকশন ও সুতপার ঠিকানা সিনেমাগুলোর।