উত্তম-সুচিত্রা জুটির ১৭ সিনেমা একসঙ্গে

By স্টার অনলাইন রিপোর্ট

কালজয়ী জুটি উত্তম-সুচিত্রা অভিনীত ১৭টি সিনেমা আজ বৃহস্পতিবার রাত থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে।

১৭টি সিনেমার মধ্যে রয়েছে- দেবী চৌধুরানী, পথে হল দেরী, সাড়ে চুয়াত্তর, এন্টনী ফিরিঙ্গি, শিল্পী, ইন্দ্রানী, হার মানা হার, সাগরিকা, বিপাশা, ওরা থাকে ওধারে, অগ্নিপরীক্ষা, দেয়া নেয়া, দ্বীপ জ্বেলে যাই, চৌরঙ্গী, দুই পৃথিবী, উপহার ও সন্ন্যাসী রাজা।

'চরকি ক্লাসিক' শিরোনামে সিনেমাগুলো দেখা যাবে।

ভারতীয় বাংলা সিনেমার জগতে 'মহানায়ক' খ্যাত অভিনেতা উত্তম কুমার খুব অল্প সময়েই বাঙ্গালির মনে জায়গা দখল করে নিয়েছিলেন।

বাংলাদেশে জন্ম নেওয়া সুচিত্রা সেন ছিলেন উত্তম কুমারের বিপরীতে অভিনয় করা সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রী। উত্তম-সুচিত্রা জুটির সিনেমা মানেই ছিল সুপার হিট।