উ. আমেরিকার ১০০ সিনেমা হলে চঞ্চল-সিয়ামের ‘পাপ-পুণ্য’
চঞ্চল চৌধুরী ও সিয়াম আহমেদ অভিনীত 'পাপ-পুণ্য' সিনেমাটি দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম।
আসছে ঈদের পর আগামী ২০ মে বাংলাদেশসহ উত্তর আমেরিকার শতাধিক মাল্টিপ্লেক্সে সিনেমাটি মুক্তি পাচ্ছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক পরিবেশক 'স্বপ্ন স্কেয়ারক্রো'র প্রেসিডেন্ট।
তিনি বলেন, 'এতদিন যা অবিশ্বাস্য ছিল অবশেষে বাস্তব হচ্ছে। আমাদের পরিবেশনায় ১৬ নম্বর সিনেমাটি একযোগে ১০০ থিয়েটারে বাংলাদেশি সিনেমা মুক্তি দেয়ার মাইলফলক স্পর্শ করতে যাচ্ছি। এ বছরের শুরুতে আমরা ঘোষণা দিয়েছিলাম, ২০২২ সালে আমাদের মুক্তি দেওয়া প্রতিটি সিনেমা শতাধিক উত্তর আমেরিকা ও কানাডার সিনেমা হলে মুক্তি পাবে। অবশেষে 'পাপ-পুণ্য' সিনেমার মাধ্যমে এটি শুরু হচ্ছে। যা শুধু আমাদের জন্য নয় উত্তর আমেরিকার বাংলাদেশিসহ সব বাঙালির জন্য দারুণ গৌরবের বিষয়।'
সিয়াম আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'এমন একটি আলোচনার কথা জেনেছিলাম। এটা সত্যি আমার জন্য দারুণ সংবাদ। এভাবে বাংলা সিনেমা সারাবিশ্বে ছড়িয়ে পরুক। 'পাপ-পুণ্য' সিনেমাটি সবার ভালোবাসা পাক এটা প্রত্যাশা করছি।'
এতে আরও অভিনয় করেছেন আফসানা মিমি, শাহনাজ সুমিসহ অনেকে।
'পাপ-পুণ্য' উত্তর আমেরিকা পরিবেশনা নিয়ে ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান এবং 'স্বপ্ন স্কেয়ারক্রো বাংলাদেশ'র প্রধান নির্বাহী সৈকত সালাহউদ্দিন।