এই লুকের জন্য নভেম্বর থেকে হেয়ারস্টাইল কাউকে দেখাইনি: আরিফিন শুভ
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক আরিফিন শুভ 'নূর' সিনেমার লুকে চমকে দিয়েছেন দর্শকদের। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।
সেখানে দেখা গেছে, কদমছাঁট চুলে বিধ্বস্ত অবস্থায় হাতে এক নারীর ছবি হাতে বসে আছেন আরিফিন শুভ। মুখে অসংখ্য কাটাছেঁড়ার দাগ।
জানতে চাইলে আরিফিন শুভ দ্য ডেইলি স্টারকে বলেন, 'প্রতিটা চরিত্রে নতুনভাবে আবিষ্কার করি। এই সিনেমার চরিত্র হয়ে উঠতে কষ্ট করেছি। সিনেমার চরিত্রের জন্য অনেক পরিশ্রম ও ত্যাগ করেতে হয়েছে আমাকে। শুধুমাত্র সিনেমার প্রতি ভালোবাসা থেকে এটা করেছি। অন্য কোনো নায়ক হলে করতেন কি না জানি না। নভেম্বর থেকে আজ পর্যন্ত আমার হেয়ারস্টাইল কেউ দেখেনি। শুধুমাত্র আজকের এই লুকের জন্য দেখাইনি। নূর সিনেমাটা দর্শকদের সামনে আসলে এর গল্প দেখে চমকে যাবেন সবাই।'
গত বছরের ৩ ডিসেম্বর আরিফিন শুভ অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমা 'মিশন এক্সট্রিম' মুক্তি পায়। সিনেমাটি এখনো দেশ-বিদেশের সিনেমা হলে চলছে।