একবছর পর সিনেমার শুটিংয়ে মাহিয়া মাহি

By স্টার অনলাইন রিপোর্ট

প্রায় একবছর পর সিনেমার শুটিং করছেন মাহিয়া মাহি। এর আগে ব্যক্তিগত কারণে সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেননি। কয়েকদিন আগে 'বুবুজান' সিনেমার শেষ অংশের শুটিং করেছেন তিনি।

শামীম আহমেদ রনী পরিচালিত 'বুবুজান' সিনেমায় তার বিপরীতে আছেন নবাগত শান্ত খান। চলতি বছরেই সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক।

mahi.jpg
মাহিয়া মাহি। ছবি: স্টার

 

'বুবুজান' সিনেমা ছাড়া বদিউল আলম খোকন পরিচালিত 'অফিসার' সিনেমায় শুটিং করছেন মাহিয়া মাহি। এখানে ডিএ তায়েবের বিপরীতে অভিনয় করছেন তিনি। এই সিনেমায় আরও অভিনয় করছেন মিশা সওদাগর, অমিত হাসান, দীপা খন্দকার, জয়রাজসহ অনেকেই।

Mahia Mahi 1.jpg
ছবি: শাহরিয়ার কবির হিমেল/স্টার

মাহিয়া মাহি বলেন, 'এই সিনেমাগুলোর কিছু কাজ বাকী ছিল সেই কাজগুলো শেষ করছি। এখন থেকে বছরে ২-১টা সিনেমার কাজ করব। নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে চূড়ান্ত হলে সবকিছু বলতে পারবো।'