এত মন খারাপের মধ্যে একটা ভালো সংবাদ: পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট

কারাগার থেকে বের হওয়ার পরে প্রথম গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'গুনিন' নামে ওয়েব সিনেমায় চুক্তিবদ্ধ হলেন পরীমনি। আজ শুক্রবার রাতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

পরীমনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'জেল থেকে আসার পর প্রথম কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হলাম। গল্পটি আমি মনোযোগ দিয়ে পড়েছি। আমার কাছে দুর্দান্ত লেগেছে গল্পটি। সিনেমার চরিত্র, গল্প নিয়ে পরিচালকের সাথে কথা হয়েছে। আমাকে স্পর্শ করেছে গল্পটা। এতো মন খারাপের মধ্যে ভালো একটা সংবাদ এই সিনেমার সাথে যুক্ত হওয়া।'

গুনিন সিনেমার গল্প ৫০ বছর পূর্বের গ্রামের গল্প। একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছে সিনেমাটি। এর আগে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত 'স্বপ্নজাল' সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন পরীমনি।