এফডিসিতে নির্বাচনী ফিসফাসে চলছে ৩ সিনেমার শুটিং

জাহিদ আকবর
জাহিদ আকবর

দশ দিন আগে শেষ হওয়া শিল্পী সমিতির নির্বাচনী উত্তাপ এখনো কমেনি এফডিসিতে। আজ সোমবার হাইকোর্টের রায়ে জায়েদ খানের বিষয়টা আবার নতুন করে উত্তাপ ছড়িয়েছে। 

দুপুরের পর থেকে শিল্পী, পরিচালক ও গণমাধ্যম কর্মীদের ভিড় বাড়তে শুরু করে এফডিসিজুড়ে। সবার মনোযোগ দেখা যায় শিল্পী সমিতি ঘিরে। বিকেলের পর জায়েদ খানের এফডিসিতে আসার কথা থাকলেও রাত ৮টার মধ্যেও তিনি সেখানে পৌঁছাননি। এফডিসিতে জায়গায় কান পাতলেই শোনা যাচ্ছে, কে বসছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদে এই নিয়ে ফিসফাস। 

৪০ বছর চলচ্চিত্রের প্রোডাকশনের সঙ্গে যুক্ত জলিল নামের একজন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার চলচ্চিত্রে কাজ করা প্রায় ৪০ বছর হয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে এমন হতে দেখিনি। মনে হচ্ছে সার্কাস দেখছি। এইসব দেখলে কান্না পাই।'

পরিচালক মনতাজুর রহমান আকবর দ্য ডেইলি স্টারকে বলেন, 'এফডিসিকে কলঙ্কের হাত থেকে রক্ষা করা উচিত। মানুষ আমাদের দিকে আঙুল তুলছে। এসব বন্ধ হোক, একটা সমাধানে আসা উচিত।' 

img-20220207-wa0002.jpg
‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার শুটিংয়ে অপু বিশ্বাস ও জয় চৌধুরী

একদিকে শিল্পী সমিতির নির্বাচন নিয়ে উত্তাপ অন্যদিকে এফডিসিতে চলছে ৩ সিনেমার শুটিং। অপু বিশ্বাস ও জয় চৌধুরী 'প্রেম প্রীতির বন্ধন' সিনেমার শুটিং করছেন এফডিসির কড়ই তলায়। আগামী কয়েকদিন শুটিং ও ডাবিং করবেন বলে জানা গেছে। এই সিনেমার নায়িকা অপু বিশ্বাস বলেন, 'এফডিসি অনেক জমজমাট লাগছে। এই সিনেমাটা আসছে ঈদে মুক্তি পাবে, তাই সবকিছু একসঙ্গে করছি। শিল্পী সমিতির নির্বাচনের বিষয়ে একটা ভালো সমাধানে আসা উচিত।'

প্রশাসনিক ভবনের সামনে সেট করে চলছে 'মায়া' সিনেমার গানের শুটিং। গানটিতে অংশ নিয়েছেন রোশান ও বুবলি। রোশান দ্য ডেইলি স্টারকে বলেন, 'যদিও আমি ভোটার না। তারপরেও নির্বাচনের খবর রাখছি। এই উত্তাপ ভালো লাগছে। অনেকেই আমাদের শুটিং দেখতে ভিড় করছেন। বিষয়টি আনন্দের লাগছে।'

img_20220207_181200.jpg
কাজী হায়াৎ পরিচালিত 'জয় বাংলা' সিনেমার শুটিংয়ে বাপ্পী চৌধুরী। ছবি: স্টার

কাজী হায়াৎ তার পরিচালিত 'জয় বাংলা' সিনেমার শুটিং করেছেন প্রশাসনিক ভবনের ভেতরে। এই শুটিংয়ে অংশ নিয়েছেন বাপ্পী চৌধুরী। তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'আসলে আমি জানতে চাচ্ছি, কী হচ্ছে এখানে। নির্বাচন নিয়ে কথা-বার্তা খারাপ না। তবে সিনেমার শুটিং হচ্ছে এটা ভালো লাগছে। শিল্পী সমিতির নির্বাচন নিয়ে একটা সমাধানে আসা উচিত বলে মনে করি।'