কম কাজ করেও মানুষের হৃদয়ে গেঁথে থাকা যায়: অপর্ণা ঘোষ
এক দশক ধরে অভিনয়ের সঙ্গে জড়িত অভিনেত্রী অপর্ণা ঘোষ। টিভি নাটকে নিয়মিত অভিনয় করলেও সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এছাড়া, মঞ্চ নাটকেও নিয়মিত দেখা যায় তাকে।
সম্প্রতি দ্য ডেইলি স্টারের মুখোমুখি হন অপর্ণা ঘোষ। কথা বলেন ক্যারিয়ার, বিবাহিত জীবন এবং শারদীয় দুর্গাপূজা নিয়ে।
পূজা নিয়ে এবারের পরিকল্পনা কী?
এবারের পূজা আমার ক্যারিয়ারের সবচেয়ে ব্যতিক্রমী পূজা। কেননা- বিয়ের পর প্রথমবার স্বামীর সঙ্গে পূজা উদযাপন করতে যাচ্ছি। আমাদের অনেক পরিকল্পনা আছে। আমার স্বামী বিদেশে থাকেন। সম্প্রতি দেশে ফিরেছেন। পূজার সময় শ্বশুরবাড়িতে থাকব। নিজেদের সময় দেব। অনেক আনন্দ করব।
ভূবন মাঝি, গণ্ডি এবং সুতপার ঠিকানা সিনেমায় আপনার অভিনয় প্রশংসিত হয়েছে। বিষয়টিকে কীভাবে দেখেন?
আমি এটিকে পজিটিভলি দেখি। সবসময় ভালো গল্প ও ভালো চরিত্রে অভিনয় করতে চাই। দর্শকদের মনে রাখার মতো কাজ করতে চাই। সুতপার ঠিকানা সিনেমার গল্পটি দারুণ ছিল। ২০ বছর পরেও মানুষ এই সিনেমার কথা মনে রাখবে। ভূবন মাঝি দেশ-বিদেশে প্রশংসা পেয়েছে। অভিনেত্রী হিসেবে এটাই আমার অর্জন। সুতপার ঠিকানা একজন সংগ্রামী নারীর গল্প। আমি সুতপার চরিত্রটি করেছি।
আপনাকে নিয়মিত মঞ্চে দেখা যায়, মঞ্চ নিয়ে কিছু বলুন…
আমার দলের নাম নান্দনিক, চট্টগ্রামের দল। এখনো মঞ্চ করি। মঞ্চ থেকে অভিনয় শেখা। ওটা অন্যরকম ভালো লাগার ও ভালোবাসার জায়গা। মঞ্চ ধরে রাখতে চাই।
করোনা আমাদের কী শিক্ষা দিয়েছে বলে আপনি মনে করেন…
মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রকাশটা কেমন তা শিখিয়েছে করোনা। একইসঙ্গে করোনা আমাদের জীবনকে নতুনভাবে উপলব্ধি করতে শিখিয়েছে।
অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী?
ভালোবাসা থেকেই অভিনয় করছি। প্রতিনিয়ত নিজেকে নতুন নতুন চরিত্রে দেখতে চাই। অনেক কাজ করতে হবে তা নয়, কম কাজ করেও মানুষের হৃদয়ে গেঁথে থাকা যায়। সেভাবেই পথ চলছি। নাটক ও সিনেমা দুই মাধ্যমেই কাজ করব।