কারাফটকে ভক্তদের ভালোবাসায় সিক্ত পরীমনি

By স্টার অনলাইন রিপোর্ট

আজ বুধবার সকাল ৯টা ৩৬ মিনিটে কাশিমপুর কারাফটক থেকে বের হয়ে আসেন চিত্রনায়িকা পরীমনি ।

কারাফটক থেকে বের হয়েই ভক্তদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি।

পরীমনিকে দেখতে সকাল থেকেই কারাফটেকের সামনে ভিড় করেন কয়েক হাজার ভক্ত। পরীমনি বের হলে তারা চিৎকার করে উল্লাসে ফেটে পড়েন।

পরীমনিও ভক্তদের ভালোবাসার প্রতিদান দেন। গাড়ি থেকেই বেশ কয়েকজন ভক্তের সঙ্গে হাত মেলান। ভক্তদের সঙ্গে সেলফিও তোলেন তিনি। তবে এ সময় পরীমনি কারো সঙ্গে কথা বলেননি।

pori_moni2_1sep21.jpg
কাশিমপুর কারাগার থেকে বের হয়ে ভক্তদের সঙ্গে সেলফি তোলেন পরীমনি। ১ সেপ্টেম্বর ২০২১। ছবি: পলাশ খান/স্টার

এর আগে, সকাল ৯টা ৫ মিনিটে পরীমনিকে নিতে কাশিমপুর কারাফটকে প্রবেশ করেন তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন ও আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।

কাশিমপুর মহিলা কারাগারের জেলসুপার হালিমা খাতুন দ্য ডেইলি স্টারকে জানান, সকাল ৯টা ২১ মিনিটে পরীমনিকে তার খালু মোহাম্মদ জসিম উদ্দিন এবং আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভের কাছে হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ২৬ দিন পর গতকাল মঙ্গলবার জামিন পান পরীমনি।