ক্ষমা না চাইলে ১০ কোটি টাকার মানহানি মামলা: অরুণা বিশ্বাস

By স্টার অনলাইন রিপোর্ট

চলচ্চিত্র পরিচালক মালেক আফসারী তার নিজের নামের ইউটিউব চ্যানেলে অরুণা বিশ্বাসকে নিয়ে 'কু-ইঙ্গিতপূর্ণ' কথা বলার অভিযোগ উঠেছে। সেই অভিযোগে মালেক আফসারীর বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

জিডিতে অরুণা বিশ্বাস উল্লেখ করেছেন, মালেক আফসারী ভিডিওতে যেসব কথা বলেছেন তা কু-ইঙ্গিতপূর্ণ ৷ এতে সামাজিকভাবে আমার সম্মানহানি হয়েছে। আমি তাকে ভিডিওর জন্য ফোন দিলে তিনি ভিডিওটি প্রাইভেট করে দেন। অবশ্য ভিডিওটি আমি রেখেছি। এটি মালেক আফসারীর দুরভিসন্ধিমূলক কোনো চিন্তা থেকে করা।

বিষয়টি নিয়ে অরুণা বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, 'এটা আমার জন্য চরম অপমানের। তিনি আমাকে নিয়ে এইসব বলতে পারেনা। কোনোদিনই দ্বিতীয় শ্রেণির নায়িকা ছিলাম না। যাত্রা সম্রাট অমলেন্দু বিশ্বাস, জ্যোৎস্না বিশ্বাসের সন্তান আমি। যথেষ্ট শিক্ষা আছে আমার। বরং তার সিনেমায় অভিনয় করতে গিয়ে অনেক নায়িকার সঙ্গেই অভিনয় করেছি। তাকে কিছু বলিনি ভাই হিসেবে ক্ষমা করে দিয়েছি।'

তিনি আরও বলেন, 'সিনেমার মানুষদের অনেকের কাছেই লাখ লাখ টাকা পাই। সেইসব কথা কেউ বলে না। তিনি প্রকাশ্য ক্ষমা না চাইলে ১০ কোটি টাকার মানহানি মামলা করবো। সবাইকে নিয়ে এমন বানোয়াট কথা বলা বন্ধ করতে হবে তাকে। কেউ কিছু বলেনা বলে সাহস পেয়েছেন তিনি। এর শেষ দেখতে চাই।'

বিষয়টি নিয়ে পরিচালক মালেক আফসারীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।