খোঁজ নিয়েই ই-কমার্স প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি: মিম
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নতুন ই-কমার্স প্রতিষ্ঠান 'লেট'স গো মার্ট'র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন।
এ প্রসঙ্গে মিম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি তাদের বিষয়ে খোঁজ খবর নিয়েই ই-কমার্স সাইট 'লেট'স গো মার্ট' এর সঙ্গে যুক্ত হয়েছি। কিছুদিন ধরে দেশের মানুষের মাঝে ই-কমার্স নিয়ে যে বিরূপ ধারণা আসছে সেটা পাল্টে যেতে পারে। আর খারাপ কিছু ঘটলে এটা যে কোনো মাধ্যমেই ঘটতে পারে। তাদের পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জেনেছি। খারাপ কিছু হলে যুক্ত হতাম না।'
'নেভার লেট গো অব ইউর নিডস' স্লোগানকে সামনে রেখে বিজনেস টু কাস্টমার মডেল নিয়ে দেশের বাজারে আসতে যাচ্ছে নতুন এই ই-কমার্স প্রতিষ্ঠান। এটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই অভিনেত্রী।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'লেট'স গো মার্ট'র চেয়ারম্যান মেজর (অব.) মো রবিউল আলম, ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা, পরিচালক এসএম আসাদুজ্জামান।
লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম 'জোনাকির আলো' সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন।