গানের বিচারক নায়ক সিয়াম
‘সুরের সেরা’ অনুষ্ঠানের মঞ্চে পিন্টু ঘোষের সঙ্গে সিয়াম আহমেদ। ছবি: সংগৃহীত
ফিরে আসার লড়াইয়ে গানের প্রতিযোগিতা 'সুরের সেরা' থেকে বাদ পড়া ৬ প্রতিযোগী আজ শনিবার গাইবেন নিজেদের পছন্দের গান। তাদের বিচারক হিসেবে থাকবেন নায়ক সিয়াম আহমেদ।
আজ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত এই রিয়েলিটি শোতে বিচারক সংগীতশিল্পী এস আই টুটুল, রুমানা ইসলাম ও পিন্টু ঘোষের সঙ্গে অতিথি বিচারক হিসেবে থাকবেন সিয়াম।
বিচারকদের সামনে আজকের পর্বে গান পরিবেশন করবেন হৃদয়, জয়প্রকাশ, সুকান্ত, মুমু, আরিফুল ও জুঁই।
এই পর্বের সর্বোচ্চ নম্বর বিজয়ী সেরা-৫ এ প্রবেশ করতে পারবেন।
সিয়াম আহমেদ বলেন, 'অতিথি বিচারক হিসেবে অংশ নিয়ে পুরোটা সময় দারুণ উপভোগ করেছি। আশা করছি এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা বেশ কয়েকজন গুণী সংগীতশিল্পী পাবো।'