গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশনে ‘বন্ধু আমরা’ পেল বেস্ট জুরি অ্যাওয়ার্ড

By স্টার অনলাইন রিপোর্ট

শামীম জামান পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বন্ধু আমরা গোয়া ইন্টারন্যাশনাল ফিল্ম কম্পিটিশনে বেস্ট জুরি অ্যাওয়ার্ড পেয়েছে।

শামীম জামান সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

শামীম জামান বলেন, 'গত শুক্রবার সিনেমাটি সেখানে প্রদর্শিত হয়। এরপর আয়োজক কর্তৃপক্ষ আমাকে মেইল করে খুশির খবরটি দিয়েছেন। ভীষণ ভালো লাগা কাজ করছে। এভাবেই জয় হোক বাংলাদেশি চলচ্চিত্রের।'

বন্ধু আমরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, আ খ ম হাসান, রোবেনা রেজা জুঁই এবং পরিচালক শামীম জামান।

শামীম জামান আরও বলেন, 'পুরস্কারটি পাওয়ার পেছনে আমার দুই বন্ধু মোশাররফ করিম ও আ খ ম হাসানেরও ভূমিকা আছে। গল্পটি ৩ জন মিলেই চূড়ান্ত করেছিলাম।'