চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল কলকাতায় পুরস্কার পেলেন

By স্টার অনলাইন রিপোর্ট

চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল ভারতের কলকাতায় গ্লোবাল ফেম অ্যাওয়ার্ডস ২০২১ এ বাংলাদেশের উদীয়মান চলচ্চিত্র পরিচালক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন।

ভারতে চলচ্চিত্র জগতে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য গতকাল এই পুরস্কার প্রদান করা হয়।

হাসিবুর রেজা কল্লোল দ্য ডেইলি স্টারের মাল্টিমিডিয়া বিভাগের কনসাল্টিং এডিটর হিসেবেও দায়িত্ব পালন করছেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানের বিশেষ অতিথি বলিউড তারকা বিপাশা বসু তার হাতে পুরস্কার তুলে দেন।

কল্লোল তার পেশাগত জীবনে চলচ্চিত্র পরিচালনার পাশাপাশি প্রযোজনা, চিত্রনাট্য রচনা ও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কাজ করেছেন। শাকিব খান ও পাওলি দাম অভিনীত 'সত্তা' ছবির জন্য তিনি সুখ্যাতি পেয়েছেন।