চিত্রনায়ক নাঈম হাসপাতালে ভর্তি

By স্টার অনলাইন রিপোর্ট

নব্বই দশকের চিত্রনায়ক নাঈম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। গতকাল শনিবার রাতে একটি বেসরকারি হাসপাতালে তার বাইপাস সার্জারি হয়েছে।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান আজ রোববার দুপুরে দ্য ডেইলি স্টারকে বিষয়ট নিশ্চিত করে বলেন, 'গতকাল রাতে নাঈম ভাইয়ের বাইপাস অপারেশন হয়েছে। এখন ভালো আছেন তিনি। সবাই তার জন্য দোয়া করবেন।'

খ্যাতিমান পরিচালক এহতেশাম পরিচালিত 'চাঁদনী' সিনেমার মাধ্যমে ১৯৯১ সালে নাঈমের চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। চিত্রনায়িকা শাবনাজ তার স্ত্রী। তাদের দুই কন্যা সন্তান আছে।

বেশিরভাগ সময় টাঙ্গাইলে দেলদুয়ার থানার পাথরাইলে সময় কাটান তারা। অভিনয় থেকে নিজেদের সরিয়ে রেখেছেন। নাঈম নবাব সলিমুল্লাহ'র বংশধর।