জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্যে সিনেমা আহ্বান

By স্টার অনলাইন রিপোর্ট

দেশের সিনেমার সবচেয়ে বড় পুরস্কার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতি বছরের মতো এবারও এই পুরস্কার ঘোষণার আগে সিনেমা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সেই ধারাবাহিকতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনপত্র চেয়েছে।

গতকাল সোমবার চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিনেমা জমা দেওয়ার আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা জমা দেওয়ার শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর বিকেল পাঁচটা।

২০২০ সালে যে প্রযোজকদের সিনেমা মুক্তি পেয়েছে তাদেরকে মুক্তিপ্রাপ্ত সিনেমার সিডি, ডিভিডি ও পেনড্রাইভ দিতে হবে। এ ছাড়াও, পরিচালক-প্রযোজক ও জমা দেওয়া সিনেমার কলাকুশলী ও শিল্পীদের নাম, ঠিকানা, ফোন নম্বরসহ জীবনবৃত্তান্ত, সিনেমার কাহিনী, গানের কথা— সব তথ্য প্রতিটির ১৫ সেট করে উল্লেখিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য প্রতি বছর বেশ কয়েকটি বিভাগে পুরস্কার দেওয়া হয়। এবার মোট ২৮টি বিভাগে চলচ্চিত্র পুরস্কার দেওয়ার কথা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিভাগগুলোর মধ্যে রয়েছে: আজীবন সম্মাননা (সর্বোচ্চ পুরস্কার), শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক, শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্র), শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্র), শ্রেষ্ঠ পার্শ্বচরিত্র, শ্রেষ্ঠ খল চরিত্র (অভিনেতা-অভিনেত্রী), শ্রেষ্ঠ কৌতুক চরিত্র, শ্রেষ্ঠ শিশু শিল্পী ও শ্রেষ্ঠ সংগীত পরিচালক।

এই তালিকায় আরও রয়েছে: শ্রেষ্ঠ নৃত্যপরিচালক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ গায়িকা, শ্রেষ্ঠ গীতিকার, শ্রেষ্ঠ সুরকার, শ্রেষ্ঠ কাহিনীকার, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্প নির্দেশক, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক, শ্রেষ্ঠ শব্দগ্রাহক, শ্রেষ্ঠ পোশাক-সাজসজ্জা, শ্রেষ্ঠ মেকআপম্যান ও শিশু শিল্পী শাখায় বিশেষ পুরস্কার।

উল্লেখ্য, গত বছর আজীবন সম্মাননা পেয়েছিলেন স্বনামধন্য অভিনেতা সোহেল রানা ও সুচন্দা।