জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা

By স্টার অনলাইন রিপোর্ট

জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজিত হবে আগামী ২৩ মার্চ। এই অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন ফেরদৌস ও পূর্ণিমা।

অভিনয়ের পাশাপাশি গত কয়েক বছর ধরে ফেরদৌস ও পূর্ণিমাকে নিয়মিত উপস্থাপনা করতে দেখা যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করবেন এই জুটি।

এ বিষয়ে ফেরদৌস আহমেদ বলেন, 'অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা যথেষ্ট উপভোগ করি। তাই ভালো কোনো অনুষ্ঠানের উপস্থাপনার প্রস্তাব পেলে সেটা করার চেষ্টা করি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। এ ধরনের অনুষ্ঠানের অনুষ্ঠান উপস্থাপনা করে আনন্দও পাওয়া যায়।'

নায়ক ফেরদৌস বর্তমানে শুটিং করছেন হৃদি হকের '১৯৭১ সেইসব দিন', শুদ্ধমান চৈতনের 'দামপাড়া', জেড এইচ মিন্টুর 'ক্ষমা নেই' সিনেমায়।

পূর্ণিমা ব্যস্ত সময় পার করছেন 'জ্যাম' সিনেমার শুটিংয়ে। কিছুদিন আগে মুক্তি পেয়েছে তার অভিনীত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'অসমাপ্ত আত্মজীবনী' অবলম্বনে নির্মিত চলচ্চিত্র 'চিরঞ্জীব মুজিব'।