জয়া আহসান বাংলাদেশের গর্ব: কৌশানী মুখার্জী

জাহিদ আকবর
জাহিদ আকবর

কলকাতার অভিনেত্রী কৌশানী মুখার্জী বর্তমানে বাংলাদেশের চাঁদপুরের কমলাপুর এলাকায় 'প্রিয়া রে' নামের একটি সিনেমায় শুটিং করছেন। সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান।

গতকাল শুক্রবার শুটিংয়ের অবসরে দ্য ডেইলি স্টারকে মুঠোফোনে কৌশানী মুখার্জী বলেন, 'এটা একেবারে অন্য ধরনের গল্পের সিনেমা। এখন যে ধরনের কনটেন্ট নির্ভর সিনেমা হচ্ছে, প্রিয়া রে ঠিক তেমনই। এর আগে বাংলাদেশের অনেকে সিনেমার অফার পেয়েছি। কিন্তু, করা হয়নি। বাংলাদেশে এটা আমার প্রথম সিনেমা। গল্প, এ দেশের বড় প্রযোজনা সংস্থা- সবকিছু মিলিয়েই হ্যাঁ বলেছি।' 

gg.jpg
কৌশানী মুখার্জী ও শান্ত। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, 'আমার ৬ বছরের সিনেমার ক্যারিয়ারে একটু চোখ রাখলেই দেখা যাবে কী ধরনের সিনেমায় অভিনয় করেছি। গল্প ও চরিত্রের বিষয়ে সবসময় মনোযোগী থেকেছি। সিনেমা নির্বাচনের ক্ষেত্রে এই বিষয়গুলো মাথায় থাকে।'

'বাংলাদেশের জয়াদি (জয়া আহসান) আমার খুব পছন্দের। এতো নিখুঁত তার অভিনয়! দেখে মুগ্ধ হয়ে যাই। বাংলাদেশের গর্ব তিনি। এদেশে আমার কোনো আত্মীয় নেই। সবাই আমার আপনজন। চাঁদপুরে এসে আতিথেয়তায় মন ভরে গেছে। বারবার আসতে চাইব', যোগ করেন কৌশানী মুখার্জী। 

Jaya Ahsan.jpg
জয়া আহসান। ছবি: ফেসবুক থেকে নেওয়া

পূজন মজুমদার পরিচালিত 'প্রিয়া রে' সিনেমায় কৌশানী এলাকার প্রভাবশালী চেয়ারম্যানের মেয়ে। এই সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত ও খরাজ মুখার্জী।