টিএসসিতে ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব শুরু কাল

By স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 'আমার ভাষার চলচ্চিত্র ১৪২৮'। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে এই উৎসব চলবে আগামী ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি।

আগামীকাল সত্যজিৎ রায়ের 'আগন্তুক' ছবিটি প্রদর্শনের মাধ্যমে পর্দা উঠবে বাংলা ভাষার চলচ্চিত্রের সব থেকে বড় এই উৎসবের ২০তম আসরের।

ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সহ-তথ্য ও যোগাযোগ সম্পাদক রিফাত শাহরিয়ার বলেন, 'করোনা মহামারির কারণে আমরা গত বছর উৎসবটির আয়োজন করতে পারিনি। এ বছর প্রশাসনের অনুমতি অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে উৎসবটি আয়োজিত হচ্ছে। বরাবরের মতো এই বছরও দর্শকের কাছ থেকে আমরা ব্যাপক সাড়া পেয়েছি।'

৫০ টাকা টিকিটে সিনেমাগুলো দেখা যাবে এবং প্রতিদিনের প্রথম প্রদর্শনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিনামূল্যে উপভোগ করতে পারবেন বলে জানান তিনি।

বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ ও বাংলা সিনেমাকে চলচ্চিত্র প্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে ২০০২ সাল থেকে এ উৎসবের ১৯টি আসর সাফল্যের সঙ্গে আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ।

abc_1428_schedule.jpg
‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবে যেসব সিনেমা প্রদর্শিত হবে। ছবি: ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের ফেসবুক পেইজ থেকে নেওয়া

উৎসবের প্রথমদিন মঙ্গলবার সকাল ১০টায় প্রদর্শিত হবে সত্যজিৎ রায় পরিচালিত 'আগন্তুক', দুপুর ১টায় প্রদর্শিত হবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত 'মনপুরা', বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত 'উনপঞ্চাশ বাতাস' এবং সন্ধ্যা সাড়ে ৬টায় প্রদর্শিত হবে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত 'রেহানা মরিয়ম নূর'।

২৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রদর্শিত হবে জহির রায়হান পরিচালিত 'জীবন থেকে নেয়া', দুপুর ১টায় প্রদর্শিত হবে এনামুল কবির নির্ঝর পরিচালিত 'আহা!', বিকাল সাড়ে ৩টায় প্রদর্শিত হবে এন রাশেদ চৌধুরী পরিচালিত 'চন্দ্রাবতী কথা' এবং সন্ধ্যা সাড়ে ৬টায় অনন্য মামুন পরিচালিত 'নবাব এলএলবি'।

২৪ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রদর্শিত হবে ঋত্বিক ঘটক পরিচালিত 'কোমল গান্ধার', দুপুর ১টায় রনি সেন পরিচালিত 'ক্যাট স্টিক্স', বিকাল সাড়ে ৩টায় হাবিবুর রহমান পরিচালিত 'অলাতচক্র' এবং সন্ধ্যা সাড়ে ৬টায় মীর সাব্বির পরিচালিত 'রাত জাগা ফুল'।

২৫ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রদর্শিত হবে আলমগীর কবির পরিচালিত 'ধীরে বহে মেঘনা', দুপুর ১টায় নারায়ণ ঘোষ মিতা পরিচালিত 'আলোর মিছিল', বিকেল সাড়ে ৩টায় ফাখরুল আরেফিন খান পরিচালিত 'গণ্ডি' এবং সন্ধ্যা সাড়ে ৬টায় রেজওয়ান শাহরিয়ার পরিচালিত 'নোনাজলের কাব্য'।

২৬ ফেব্রুয়ারি সকাল ১০টায় প্রদর্শিত হবে বুদ্ধদেব দাশগুপ্ত পরিচালিত 'চরাচর', দুপুর ১টায় হুমায়রা বিলকিস পরিচালিত 'বাগানিয়া', বিকাল সাড়ে ৩টায় সোহেল মোহাম্মদ রানা পরিচালিত 'মুজিব আমার পিতা' এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নুরুল আলম আতিক পরিচালিত 'লাল মোরগের ঝুঁটি'।