টেলিভিশন-ওটিটি প্লাটফর্মে পহেলা বৈশাখে বিশেষ সিনেমা, নাটক, আড্ডা

By স্টার অনলাইন রিপোর্ট

বাংলা নববর্ষ-১৪২৯ উপলক্ষে বিভিন্ন টেলিভিশন ও ওটিটি প্লাটফর্ম বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। সেসব অনুষ্ঠান থেকে নির্বাচিত কিছু সিনেমা, নাটক,আড্ডার খবর নিয়ে এই আয়োজন। 

এনটিভিতে আজ দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক 'এক বৈশাখে'। সারওয়ার রেজা জিমি'র রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। এই নাটকে অভিনয় করেছেন- আফরান নিশো, তানজিন তিশা, স্বর্ণলতা দাস আঁচল, শেখ মাহবুব রহমান, এ কে আজাদ সেতু, প্রিয়ন্তী প্রমূখ।

278005971_681163999818324_5852344167529981580_n.jpg
এক বৈশাখে নাটকে নিশো ও তানজিন তিশা। ছবি: সংগৃহীত

চ্যানেল আইতে পহেলা বৈশাখের দিন বিকেল ৩টা ৩০ মিনিটে প্রচার হবে রাজ্জাক, ববিতা, ফেরদৌস, মৌসুমী অভিনীত সিনেমা 'কখনো মেঘ কখনো বৃষ্টি'। রাবেয়া খাতুনের গল্প অবলম্বণে সিনেমাটির পরিচালনা করেছেন মৌসুমী। 

আরটিভি টেলিভিশনে রাত ৮টায় প্রচারিত হবে বৈশাখের বিশেষ নাটক 'ভালোবাসি যারে'। নাটকটির রচনা ও পরিচালনা করেছেন সোহেল আরমান। এই নাটকে অভিনয়ে করেছেন ইফরান সাজ্জাদ, সামিরা খান মাহি প্রমুখ।

278050274_461179755801243_1369383470541509243_n.jpg
ভালোবাসি যারে নাটকে সামিরা খান মাহি। ছবি: সংগৃহীত

আরটিভিতে আজ রাতে প্রচারিত হবে শফিকুর রহমানের রচনা ও জাকিউল ইসলামের পরিচালনায় নাটক 'গঠনমূলক প্রেমিক'। এই নাটকটিতে অভিনয় করছেন আরশ খান, মাখরুন মাহিমাসহ অনেকেই।

এটিএন বাংলায় আজ রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান 'ষোলআনা বাঙালী আনা'। সাজু খাদেমের উপস্থাপনায় অনুষ্ঠানে অংশ নিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, নিরব, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও শারমিন লাকি।বৈশাখী টেলিভিশনে আজ রাত ১২টায় প্রচার হবে সিনেমা 'চন্দ্রলেখা'। এই সিনেমায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জু ঘোষ প্রমুখ। রাত ৮টায় প্রচার হবে বৈশাখের বিশেষ নাটক 'বৈশাখের ভালোবাসা'। সিদ্দিকের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সিদ্দিক, আহসানুল হক মিনু, সালেহা আহমেদসহ অনেকেই।

278144791_561953935093185_1642833667708587642_n.gif
মিষ্টি কিছু ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরী। ছবি: সংগৃহীত

আজ রাত ১০টা ৫৯ মিনিয়ে চরকিতে মুক্তি পাবে অ্যান্থলজি সিরিজ 'ষ' এর দ্বিতীয় এপিসোড 'মিষ্টি কিছু'। নুহাশ হুমায়ূন পরিচালিত সিরিজের এই পর্বের মূল ভূমিকায় দেখা যাবে আফজাল হোসেন ও চঞ্চল চৌধুরীকে।