ডিসেম্বরে বড় পর্দায় কপিল দেবের বিশ্বকাপ জয়ের গল্প

By স্টার অনলাইন রিপোর্ট

ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার কপিল দেবের গল্প নিয়ে নির্মিত '৮৩' চলচ্চিত্রটি মুক্তি পাবে আগামী ২৪ ডিসেম্বর।

ভারতের সংবাদমাধ্যম ফিল্মফেয়ার জানিয়েছে ৩০ নভেম্বর, মঙ্গলবার সিনেমার ট্রেইলার মুক্তি পাবে।

এই সিনেমার জন্য রণবীর সিং শুধু চেহারায় পরিবর্তন আনেননি, আলাদা করে ক্রিকেটের ট্রেনিং নিয়েছেন। কপিল দেব কীভাবে বল করতেন, ব্যাট করতেন তার সবটাই শিখেছেন সিনেমার জন্য। সিনেমার শুটিংয়েও হাজির ছিলেন কপিল দেব।

সিনেমায় কপিল দেবের স্ত্রী রোমির চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন।

'৮৩' সিনেমার টিজার শেয়ার করে রণবীর সিং সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, 'সেরা গল্প, সেরা মুহূর্ত।'

আগামী ২৪ ডিসেম্বর সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।
 
পরিচালক কবীর খান বলেছেন, 'এই সিনেমা কখনোই ওটিটিতে মুক্তি পাবে না। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের গল্প, সঙ্গে কপিল দেবের বায়োপিক বড় পর্দার জন্য বানিয়েছি।'