ডেইজি আহমেদকে পেসমেকার বসানো হবে মঙ্গলবার

By স্টার অনলাইন রিপোর্ট

অভিনেত্রী ও রবীন্দ্র সংগীত শিল্পী ডেইজি আহমেদের শারীরিক অবস্থা সোমবার কিছুটা অবনতি হয়েছে। তার পালস রেড কমতে শুরু করায় চিকিৎসকরা পেসমেকার বসানোর সিদ্ধান্ত নিয়েছেন।

আজ রাত সাড়ে নয়টা দ্য ডেইলি স্টারকে বিষয়টি জানিয়েছেন ডেইজি আহমেদের মেয়ে অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ।

ঐন্দ্রিলা আহমেদ বলেন, 'কয়েক দিন আগে মায়ের লাঞ্চ থেকে পানি বের করা হয়েছে। এরপর শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল। কিন্তু, আজ আবার অবস্থার অবনতি হলে পেস মেকার বসানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডাক্তাররা বলেছেন কাল মঙ্গলবার পেস মেকার বসানো হবে।'

তিনি আরও বলেন, 'মায়ের পালস রেড কমতে শুরু করেছে। এজন্যই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও আমরা চেয়েছিলাম ভারতে গিয়ে পেসমেকার বসাব। কিন্ত, এখন দেশেই করতে হবে।'

উল্লেখ্য, গত ৫ সেপ্টেম্বর থেকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন  অভিনেত্রী ও রবীন্দ্র সংগীত শিল্পী ডেইজি আহমেদ। সেখানে ডা. কায়সার নাসিরউল্লাহর তত্ত্বাবধানে আছেন তিনি।