দর্শক ৩ জন, বন্ধ হচ্ছে নোয়াখালীর ‘রৌশন বানী’ সিনেমা হল
বাংলাদেশে সিনেমা হলের সংখ্যা কমতে কমতে ২ অংকের ঘরে চলে এসেছে। হল মালিক সমিতির তথ্য মতে, দেশে মাত্র ৭০টি নিয়মিত হল চালু রয়েছে।
নিয়মিত হলসহ ঈদসহ বিভিন্ন উৎসবে চালু হয় এমন সিনেমা হলের সংখ্যা ১৬০।
এমন পরিস্থিতির মধ্যেই জানা গেল, বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি সিনেমা হল।
করোনা মহামারিতে ২ বছর বন্ধ থাকার পর এবার ঈদুল ফিতরে নোয়াখালীর মাইজদী সদরে থাকা একমাত্র সিনেমা হল 'রৌশন বানী' চালু হয়েছিল। ঈদে হলটিতে চলছিল শাকিব খান অভিনীত 'শাহেনশাহ'। তবে, দর্শক না পাওয়ায় হতাশ হল মালিক। প্রতিটি শো দেখেছেন গড়ে ৩ থেকে ৪ জন।
সিনেমা হলটির মালিক আব্দুর রহমান মঞ্জু দ্য ডেইলি স্টারকে বলেন, 'করোনার পুরোটা সময় হল বন্ধ ছিল। এবার ঈদ চালু করেছিলাম, কিন্তু দর্শক তেমন আসে না সিনেমা দেখতে। ঈদের পরে ৩-৪ জন দর্শক সিনেমা দেখতে এসেছেন। এভাবে হল চালানো সম্ভব নয়। তাই হলটি ভেঙে মার্কেট তৈরির কাজ শুরু করব। এ ছাড়া আর কিছুই করার নেই।'