নিশো-মেহজাবীনের প্রথম ওয়েব ফিল্মের মুক্তি আগামীকাল
আফরান নিশো ও মেহজাবীন অভিনীত প্রথম ওয়েব ফিল্ম 'রেডরাম' আগামীকাল ১৭ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে। ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে ফিল্মটি।
চরকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
ফিল্মটির পোস্টার ও ট্রেইলার দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে। পোস্টারে মেহজাবীন ও নিশোর লুক নিয়েও বেশ আলোচনা চলছে।
নিজের প্রথম ওয়েব ফিল্ম সম্পর্কে মেহজাবীন বলেন, 'এই ফিল্মে অভিনয় করার জন্য অনেকগুলো নাটকে অভিনয় করিনি ওই সময়। আমি তখন এই ফিল্মে র জন্য নিজে প্রস্তুতি নিচ্ছিলাম। 'রেডরাম' ওয়েব ফিল্মে আমার লুকেও বেশ চেঞ্জ আনতে হয়েছিল।'
'আপনারা সম্ভবত খেয়াল করেছেন আমি আইব্রোও কেটে ফেলেছিলাম। এটার গল্পটা পড়ার পর মনে হয়েছিল এই গল্প দিয়েই আমার ডেব্যু ফিল্ম হতে পারে। সেই সঙ্গে আমার ডিরেক্টর, সহশিল্পী ও পুরো টিম আমার কাজটি আরও সহজ করে দিয়েছিলেন,' বলেন তিনি।
আফরান নিশো বলেন, 'এই চরিত্রের জন্য আমার লুক, কথা বলার ধরন, হাঁটা-চলা সব কিছুতে পরিবর্তন আনতে হয়েছে। প্রায় ১-২ মাস এটার জন্য আমরা মানে রেডরামের পুরো টিম বেশ পড়াশোনাও করেছি।'
রেডরাম ওয়েব ফিল্মে আরও অভিনয় করেছেন মনোজ কুমার প্রামাণিক, সালহা খানম নাদিয়া, নাসির উদ্দিন খান, আজিজুল হাকিম, মাসুম বাশার, শিল্পী সরকার অপু, মুকুল সিরাজ, ফাইজুর ইয়ামিন, আর এ রাহুল, রাকিবা সুলতানা শর্মী, এহতেশাম আহমেদ টিংকু প্রমুখ।