পরিচালকের শোকে অঝরে কাঁদলেন অভিনেত্রী অঞ্জনা
কানাডা থেকে বাংলাদেশ আনা হয়েছে ছুটির ঘণ্টাখ্যাত পরিচালক আজিজুর রহমানের মরদেহ। এরপর জানাজার জন্য মরদেহ রাত ৮টার দিকে শেষবারের মতো বিএফডিসিতে নেওয়া হয়। সেখানে অঝরে কাঁদেন অভিনেত্রী অঞ্জনা।
জানাজায় উপস্থিত ছিলেন- ইলিয়াস কাঞ্চন, পরিচালক মতিন রহমান, দেলোয়ার জাহান ঝন্টু, মুশফিকুর রহমান গুলজার, মনতাজুর রহমান আকবর, সোহানুর রহমান সোহান, জাকির হোসেন রাজু, অভিনেত্রী অঞ্জনা, বাপ্পারাজ, বাপ্পী চৌধুরী, সাইমন, সম্রাটসহ আরও অনেকে।
এর আগে, গত সোমবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে কানাডার টরেন্টোতে মৃত্যুবরণ করেন খ্যাতিমান এই পরিচালক।
আজিজুর রহমান ১৯৫৮ সালে 'এ দেশ তোমার আমার' চলচ্চিত্রে পরিচালক এহতেশামের সহকারী হিসেবে প্রথম কাজ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র 'সাইফুল মূলক বদিউজ্জামান' মুক্তি পায় ১৯৬৭ সালে।
তিনি মোট ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা, ডাক্তার বাড়ি, গরমিল ও সমাধান।