পরীমণি-সিয়ামের ‘বিশ্বসুন্দরী’র ওয়ার্ল্ড প্রিমিয়ার টেলিভিশনে

By স্টার অনলাইন রিপোর্ট

জনপ্রিয় চলচ্চিত্র তারকা পরীমণি ও সিয়াম আহমেদ জুটির 'বিশ্বসুন্দরী' মুক্তি পেয়েছিল গত ডিসেম্বরে। চয়নিকা চৌধুরী পরিচালিত এই সিনেমাটি টানা চার মাস সিনেমা হলে প্রদর্শিত হয়েছে। এবার 'বিশ্বসুন্দরী' দর্শকরা দেখতে পাবেন টেলিভিশনে।

আজ শুক্রবার সন্ধ্যা ৭টায় মাছরাঙা টেলিভিশনে 'বিশ্বসুন্দরী'র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।

এ ছাড়া, আগামীকাল শনিবার একই সময়ে একই চ্যানেলে সিনেমাটি পুনঃপ্রচার করা হবে।

'বিশ্বসুন্দরী'তে আরও অভিনয় করেছেন আলমগীর, চম্পা, ফজলুর রহমান বাবু, আনন্দ খালেদ ও মনিরা মিঠু।

এখানে পরীমণি অভিনয় করেছেন শোভা ও সিয়াম আহমেদ অভিনয় করেছেন স্বাধীন চরিত্রে। সিনেমাটির চিত্রনাট্য, কাহিনী ও সংলাপ লিখেছেন রুম্মান রশীদ খান।

পরিচালক চয়নিকা চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'দর্শকদের জন্য ভালো একটি সংবাদ তারা ঘরে বসে সিনেমাটি দেখতে পারবেন। যারা হলে এখনো দেখতে পারেননি তারা আজ ও আগামীকাল এটি দেখার সুযোগটি পাবেন।'

সিয়াম আহমেদ ডেইলি স্টারকে বলেন, 'আমাদের "বিশ্বসুন্দরী" একটি ভালো গল্প ও ভালো নির্মাণের সিনেমা। দর্শকরা সব সময় ভালো সিনেমার সঙ্গে থাকেন। আশা করি, তারা এটি উপভোগ করবেন।'