পুরান ঢাকাবাসীর জন্য আসছে মাল্টিপ্লেক্স 'লায়ন সিনেমাস'
দেশে যখন সিনেমা হলের সংখ্যা কমে আসছে, তখন পুরান ঢাকার সিনেমাপ্রেমীদের জন্য আসছে সুখবর।
পুরান ঢাকার বাবু বাজার ব্রিজ সংলগ্ন কেরানীগঞ্জে চালু হতে যাচ্ছে 'লায়ন সিনেমাস' নামের নতুন একটি মাল্টিপ্লেক্স। এই প্রথম এত কাছে মাল্টিপ্লেক্স পাচ্ছেন পুরান ঢাকাবাসী।
লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আব্দুল খালেক বলেন, 'আমাদের অনেক পরিকল্পনা আছে মাল্টিপ্লেক্স নিয়ে। পুরান ঢাকার মানুষ এখন কাছাকাছি জায়গায় মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে পারবেন। সিনেমার সঙ্গে দীর্ঘদিনের আবেগ জড়িত। পরিচিত মানুষদের কাছে থেকে সাড়া পাচ্ছি।'
তিনি আরও বলেন,'আমার মনে হয়েছে এখানে একটা সিনেমা হল প্রয়োজন। সেই ভাবনা থেকেই যুগের চাহিদা অনুযায়ী এই মাল্টিপ্লেক্স নির্মাণ করেছি। আগামী ৪ মার্চ লায়ন সিনেমাস উদ্বোধন করার পরিকল্পনা আছে।'
পুরান ঢাকার ইসলামপুর এলাকায় এক সময় লায়ন সিনেমা হল ছিল। দীর্ঘদিন ধরে বন্ধ আছে হলটি।