‘প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার আমার জীবনের বড় অর্জন’
এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিভাগে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দীপান্বিতা মার্টিন। প্রথমবার জাতীয় পুরস্কার ঘরে তুলে দারুণ উচ্ছ্বসিত তিনি। গাজী রাকায়েত পরিচালিত গোর সিনেমার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন।
দ্য ডেইলি স্টারের সঙ্গে কথা বলেছেন দীপান্বিতা।
জাতীয় পুরষ্কার পেয়ে কেমন লাগছে?
অবশ্যই ভালো লাগছে। নিঃসন্দেহে অনেক বড় অর্জন আমার ক্যারিয়ারে। পুরস্কার পাবার কথা শুনে অনেকক্ষণ চুপ করে ছিলাম। কোনো কথা বলছিলাম না। অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল ভেতরে। সেসময় আমার কাছের মানুষরা ফোন করতে থাকেন, শুভেচ্ছা জানান। মিডিয়ার অনেকে শুভেচ্ছা জানান। পুরস্কারটি হাতে পেয়ে মনে হয়েছে ভালো একটি কাজের জন্য স্বীকৃতি পেলাম। স্বীকৃতি অবশ্যই ভালো লাগার। প্রথমবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার আমার জীবনের বড় অর্জন।
গোর সিনেমার জন্য পুরস্কার পেলেন, পরিচালককে কীভাবে মূল্যায়ন করবেন?
পুরস্কারটি পেয়েছি গাজী রাকায়েতের জন্য। সমস্ত ক্রেডিট তার। ধরে ধরে তিনি অভিনয় করিয়ে নিয়েছেন। এতটা যত্ন নিয়ে সিনেমাটি করেছেন- এটা বলতেই হবে। অনেক ভালো মানুষ তিনি, ভালো অভিনেতা। ভালো পরিচালক তো
বটেই। তার সিনেমা মানেই ভিন্নতা। অনেক বড় মাপের একজন পরিচালক তিনি। তাকে মূল্যায়ন করা কঠিন আমার জন্য।
যে কাজের জন্য পুরস্কার পেলেন, সেই কাজটি নিয়ে বলুন?
গোর অসাধারণ গল্পের একটি সিনেমা। আমাদের জীবনের গল্প, চেনা গল্প। আমার চরিত্রটিও ভালো ছিল। অভিনয় করার সুযোগ ছিল খুব। চেষ্টা করেছিলাম সিনেমাটিতে যেন ভালোভাবে কাজ করতে পারি। সেই চেষ্টা ও ভালোবাসার ফসল এই পুরস্কার। ভালো কাজের সাথে থাকতে চেয়েছি শিল্পের পথে যাত্রা শুরুর পর থেকেই। ভালো কাজই একজন শিল্পীকে বাঁচিয়ে রাখে। শুরু থেকে আমার ভেতরে ভালো কাজ করার কমিটমেন্ট ছিল। সেটাই করে যাবো।
সিনেমা নিয়ে স্বপ্ন?
ভালো সিনেমার জন্য পুরস্কার পেলাম। এখন থেকে আরও ভালো ভালো সিনেমার সঙ্গে যুক্ত থাকতে চাই। কয়েকটি সিনেমা করেছি। আমার চাওয়া হচ্ছে-সুন্দর গল্পের ও সুন্দর চরিত্রের সিনেমায় নিজেকে দেখা। যে কাজটি শিল্পী হিসেবে আমাকে তৃপ্তি দেবে।