ফিরছে `বকুলপুর’

By স্টার অনলাইন রিপোর্ট

দীপ্ত টিভির ধারাবাহিক নাটক বকুলপুর বেশ জনপ্রিয়তা পেয়েছিল। ২৬৪ পর্ব প্রচার হওয়ার পর করোনা পরিস্থতির কারণে শুটিংয়ের অনুমতি না থাকায় নাটকটি বন্ধ হয়ে যায়। তবে নতুন করে আবারও ফিরছে বকুলপুর। এবার এর নাম 'বকুলপুর রিটার্নস'।

চলতি মাসে মানিকগঞ্জে নাটকটির শুটিং শুরু হবে। প্রচারও শুরু হবে শিগগির।

পরিচালক কায়সার আহমেদ আজ বৃহস্পতিবার দুপুরে দ্য ডেইলি স্টারকে খবরটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বকুলপুর নাটকটি সপ্তাহে ৬ দিন প্রচার হতো। অসম্ভব সাড়া পেয়েছিলাম দর্শকদের কাছ থেকে। কিন্ত কোভিড পরিস্থিতিতে শুটিং বন্ধ হয়ে যাওয়ায় নাটকটির প্রচার বন্ধ হয়ে যায়।'

তিনি আরও বলেন, 'দর্শকদের কথা ভেবেই বকুলপুর নাটকটি ফিরে আসছে। একজন পরিচালক হিসেবে আমার জন্যও খবরটি আনন্দের।'

নাটকটিতে অভিনয় করছেন সুজাতা, আজিজুল হাকিম,আনিসুর রহমান মিলন, নাদিয়া আহমেদ, তাহমিনা সুলতানা মৌ।