বঙ্গবন্ধুর বায়োপিকে টিক্কা খানের চরিত্রে জায়েদ খান

By স্টার অনলাইন রিপোর্ট  

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু' সিনেমায় চিত্রনায়ক জায়েদ খানকে টিক্কা খানের চরিত্রে দেখা যাবে।

বিএফডিসিতে সিনেমাটির ডিরেক্টর অ্যাডমিন এন্ড ফিন্যান্স ঈশান রাজা বাঙ্গালীর উপস্থিতিতে চুক্তি সই করেছেন তিনি।

আজ সোমবার সন্ধ্যায় জায়েদ খান দ্য ডেইলি স্টারকে তথ্যটি নিশ্চিত করে বলেন, 'কয়েকদিন আগে মুম্বাইয়ে অডিশন দিয়ে এসেছি। সেখানেই আমার পোশাকের মাপ নেওয়া হয়েছে। এই চলচ্চিত্রে টিক্কা খানের চরিত্রে অভিনয় করব। বঙ্গবন্ধুর বায়োপিক একটি স্বপ্নের প্রোজেক্ট। সেই স্বপ্নের অংশ হতে যাচ্ছি, এটা আমার জন্য অনেক আনন্দের।'

তিনি আরও বলেন, 'সেখানে অডিশন দিতেই গিয়েছিলাম। বিষয়টি নিশ্চিত না হওয়ায় কাউকে বলতে পারছিলাম না। কনফার্ম হওয়ার পর পোশাকের মাপ দিতে কয়েকদিন চলে গেল। এরপর দেশে ফিরি। এই সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছি মাত্র ১ টাকা।'

ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এ সিনেমায় বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করছেন আরিফিন শুভ। শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদ চরিত্রে রিয়াজ আহমেদ, বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, খালেদা জিয়ার চরিত্রে এলিনা শাম্মী।