‘বঙ্গবন্ধু’ বায়োপিকের শেষ ধাপের শুটিং বাংলাদেশে 

By সটার অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু'র শেষ ধাপের শুটিং শুরু হতে যাচ্ছে বাংলাদেশে। এতে অংশ নিতে মুম্বাই থেকে সিনেমাটির একটি টিম আগামীকাল ঢাকায় আসছে।

আজ সোমবার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন সিনেমাটির বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি।

তিনি বলেন, 'সব প্রস্তুতি নেওয়া শেষ। কয়েকদিনের মধ্যে বিস্তারিত জানাতে পারব।'

চলতি বছরের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুটিং শুরু হয় এবং তা চলে এপ্রিল পর্যন্ত।

মার্চে সিনেমাটি মুক্তির কথা থাকলেও করোনার কারণে শুটিং শেষ করা সম্ভব হয়নি। তাই ২০২২ সালের মার্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সিনেমাটি মুক্তি পেতে পারে।

'বঙ্গবন্ধু'বায়োপিকে বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনয় শিল্পী।

সিনেমাটি নির্মাণ করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি।