‘বঙ্গবন্ধু’ বায়োপিকে আবদুর রব সেরনিয়াবাতের চরিত্রে আজিজুল হাকিম
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক 'বঙ্গবন্ধু'র সঙ্গে যুক্ত হচ্ছেন জনপ্রিয় টিভি অভিনেতা আজিজুল হাকিম।
শ্যাম বেনেগাল পরিচালিত এ বায়োপিকে আজিজুল হাকিম অভিনয় করবেন রাজনীতিবিদ এবং শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের চরিত্রে।
গতকাল শুক্রবার সন্ধ্যায় দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন আজিজুল হাকিম নিজেই।
আগামী ৬ ও ৭ ডিসেম্বর এই বায়োপিকের শুটিংয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি।
আজিজুল হাকিম বলেন, 'আমার অভিনয় জীবনে নানা রকম চরিত্রে অভিনয় করেছি। অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। বঙ্গবন্ধুর বায়োপিকে কাজ করাটা অবশ্যই বড় একটি বিষয়। ইতিহাসের অংশ হতে যাচ্ছি। সবার ভালোবাসা নিয়ে কাজটি করতে চাই।'
সম্প্রতি 'গলুই' সিনেমার শুটিং শেষ করেছেন আজিজুল হাকিম। এস এ হক অলিক পরিচালিত এ সিনেমায় শাকিব খানের চাচার ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া, অনেকদিন পর 'জনকের অনন্তযাত্রা' নামের নতুন একটি মঞ্চ নাটকে অভিনয় করছেন এ অভিনেতা।