বাংলাদেশের সিনেমা হলে ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’
বাংলাদেশের সিনেমা হলে গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ভারতীয় সিনেমা 'কাকাবাবুর প্রত্যাবর্তন'। বাংলাদেশ ও ভারতে একইদিনে মুক্তি পেয়েছে সিনেমাটি।
এ প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহউদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'সিনেমাটি আমরা সাফটা চুক্তির আওতায় দেশে আমদানি করেছি। খুব বেশি প্রচার প্রচারণা করা হয়নি। তাই বেশি মানুষজন এটা জানতে পারেনি। একেবারেই হুট করে আনা হয়েছে।'
তিনি আরও বলেন, 'শো মোশন লিমিটেড প্রযোজিত সিনেমা 'ন ডরাই' সিনেমার বিপরীতে ভারতের 'কাকাবাবুর প্রত্যাবর্তন' সিনেমাটি আনা হয়েছে। এর আগে আমরা ভারতের 'গোলন্দাজ' সিনেমাটি এনেছিলাম।'
প্রসেনজিৎ, অনির্বাণ ও আরিয়ান অভিনীত সিনেমাটি 'কাকাবাবু' সিরিজের তৃতীয় কিস্তি। সিনেমাটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। স্টার সিনেপ্লেক্সের ঢাকার তিনটি শাখা ছাড়াও ব্লকবাস্টার ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনেও চলছে সিনেমাটি।