`বাকের ভাই চরিত্রে নূর ভাইয়ের চেয়ে ভালো কাস্টিং হতে পারত না’

শাহ আলম সাজু
শাহ আলম সাজু

'বাকের ভাইয়ের ফাঁসির আদেশ হয়েছে। একদিন আমি জেলখানায় সিগারেট নিয়ে তার সঙ্গে দেখা করতে যাই। সিগারেট ছিল তার প্রিয়। তার হাতটা ধরি একবার। খুব কষ্টের দৃশ্য।'

'কোথাও কেউ নেই' নাটকে আসাদুজ্জামান নূরের সঙ্গে ৩টি মনে রাখার মতো দৃশ্য নিয়ে বলছিলেন সুবর্ণা মুস্তাফা।

নাটকটিতে বাকের ভাই চরিত্রে আসাদুজ্জামান নূর এবং মুনা চরিত্রে সুবর্ণা মুস্তাফার অভিনয় এখনো দর্শকদের হৃদয়ে দাগ কেটে আছে।

সুবর্ণা মুস্তাফা বলেন, 'নাটকের যে ৩টি দৃশ্য আমাকে আপ্লুত করে তারমধ্যে প্রথম দৃশ্য হচ্ছে—মামুনের বিয়ে হয়ে যাওয়ার পর আমি বাকের ভাইকে বলেছিলাম, ''আপনাকে আমার ভালোবাসা উচিত।'' তখন আমার (মুনার) খারাপ সময় যাচ্ছে। খুব আবেগঘন দৃশ্য ছিল সেটি। আরেকটি দৃশ্যে বাকের ভাইকে ভাত বেড়ে খাওয়াচ্ছিলাম। খুব আরাম করে ভাত খাচ্ছিলেন তিনি।'

83edb1.jpg

নন্দিত অভিনেতা আসাদুজ্জামান নূরের ৭৫তম জন্মদিনে তাকে নিয়ে দ্য ডেইলি স্টারের কাছে স্মৃতি শেয়ার করতে গিয়ে সুবর্ণা মুস্তাফা বলেন, 'কোথাও কেউ নেই এতটা সাড়া ফেলবে, জনপ্রিয়তা পাবে, এত বছর পরও মানুষ নাটকটির কথা মনে  রাখবে—কেউ জানতাম না। অভিনয়টাই মন দিয়ে করেছিলাম আমরা। সমস্ত ভালোবাসা দিয়ে অভিনয় করেছিলাম। কিন্ত প্রচারের পর চারদিকে হইচই পড়ে যায়। মানুষ ব্যাপকভাবে নাটকটিকে গ্রহণ করে। এটা ছিল খুব ভালো লাগার বিষয়।

নাটকে বাকের চরিত্রে অভিনয় করে আসাদুজ্জামান নূর ভাই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। অসাধারণ অভিনয় করেছিলেন তিনি। বাকের ভাই চরিত্রে নূর ভাইয়ের চেয়ে ভালো কাস্টিং আর হতে পারত না। এটা আমার বিশ্বাস। মুনা চরিত্রটি ছিল আমার।

আসাদুজ্জামান নূর ভাই অভিনেতা হিসেবে কত বড় মাপের, তা তো সবারই জানা। আমি বলব নূর ভাই বহুমুখী একজন অভিনেতা। এমন বহুমুখী অভিনেতা কম জন্ম নেন। যে কোনো চরিত্রে মানাননসই তিনি। এ রকম গুণ সব শিল্পীর থাকে না। টেলিভিশন, মঞ্চ, সিনেমা —সব মাধ্যমেই সফল তিনি।

6c3_0.jpg

অভিনয় গুণের পাশাপাশি তার আরেকটি গুণ হচ্ছে— তিনি ভালো লিখতে পারেন। মাঝেমাঝেই লিখেন। বেশ কিছু নাটকের নাট্যরূপ দিয়েছেন তিনি। সাহিত্য ভালোবাসেন। সাহিত্যচর্চায় মনোনিবেশ করলে ভালো কিছু পেতাম তার কাছ থেকে।  

নূর ভাই আমার ভীষণ প্রিয় মানুষ। একসঙ্গে অনেক নাটক করেছি। মানুষ হিসেবেও তিনি অসাধারণ। এমন কিছু নাটকে তিনি অভিনয় করেছেন, যার জন্য যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। মানুষের ভালোবাসায় সিক্ত হবেন বহু বছর।

সবার প্রিয় নূর ভাই এমন হাসিখুশি থাকুক—এটাই প্রত্যাশা। ৭৫তম জন্মদিনের শুভেচ্ছা ও আশীর্বাদ প্রিয় নূর ভাইয়ের জন্য।'